রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

“রহস্য ঘেরা বাংলো”



12467914_149039442133806_1728205547_n

 -জ্যোৎস্না খান ( যুক্তরাজ্য প্রবাসী )

শীতের সকাল, আকাশটাও মেঘাচ্ছন্ন, টিপটিপ বৃষ্টি পড়ছে। আজ আমার লেইট সিফটে কাজ, তাই সকালটা ঝিমিয়ে ঝিমিয়ে যাচ্ছে। আমি ছাড়া বাসার সবাই এখনও ঘুমিয়ে। নাস্তাটা সেরে ডাইনিং রুমে বসে ফেইসবুকে চোখ বুলাচ্ছি কিন্তু তাতেও মনযোগ দিতে পারছিনা। কথা বলার মত কেউ না থাকায় সময়টা আরো ধীরে ধীরে যাচ্ছে। ইচ্ছে হলো কিছু একটা লিখি কিন্তু কি লিখবো ভেবে পাচ্ছি না। হৃদয় ক্যানভাসে স্মৃতির পাতাগুলো হাতড়াতে লাগলাম। হঠাৎ মনে পড়লো একটি ঘটে যাওয়া বাস্তব ঘটনা। আর এই বাস্তব ঘটনার অবলম্বনেই আজকের গল্পটা শুরু করছি। একবার গ্রীস্মের ছুটি কাটাতে দেশে গেলাম। কয়েকদিন শশুড়বাড়ীতে থাকার পর চা বাগান থেকে দাওয়াত পেলাম। সেখানে আমার স্বামীর বড় বোন থাকেন। অবশ্য বোনদের মধ্যে তিনি সবার ছোট। আপার স্বামী ও দুই ছেলে চা বাগানে চাকুরি করেন আর সেই সুবাদেই উনাদের ওখানে থাকা। বরাবরের মত দাওয়াত পেয়ে সেখানে গেলাম। অবশ্য যখনই দেশে যাই তাদের সঙ্গে সময়টা আমার বেশী কাটে। সে যাই হউক, বাসার সবাই আমাকে পেয়ে খুশিতে আত্মহারা। রাতে খাওয়া-দাওয়ার পর সবাই আমাকে ঘিরে বসলেন। মজার মজার গল্প, জোকস, হাসি-ঠাট্টায় পরিবেশটা বেশ প্রানবন্ত হয়ে উঠলো। গল্প করতে করতে অনেক রাত হয়ে গেছে কিন্তু কারো চোখে ঘুম নেই। অতি আপনজনকে কাছে পেয়ে সবাই খুশিতে মাতোয়ারা। সবার খুশি দেখে আমারও খুব ভালো লাগছে। অনেক্ষনধরে এক জায়গায় বসে থাকায় কিছুটা অস্বস্তিবোধ করছিলাম। একটু সতেজ হওয়ার জন্য ভাগ্নিকে নিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। বারান্দার রেলিং ধরে দূর আকাশ পানে তাকিয়ে রইলাম। চারিদিকে অন্ধকার নিরব নিস্তব্দতা। আকাশে মিটিমিটি তারার আলো, মাঝেমাঝে দু-একটা শিয়ালের হুক্কা-হুয়া ডাক, কুকুরের ঘেউ-ঘেউ, ঝিঁঝিঁপোকার ঝিঁ-ঝি, হুতুমপেঁচার রাত জাগা ডাক আর হিমেল হাওয়া গায়ে এসে লাগতেই শরীরটা কেমন যেন শিউরে উঠলো, সেকি এক ভূতোড়ে অনুভূতি ! হঠাৎ চোখে পড়লো কিছুদূরে পাহাড়ের চুড়ায় অন্ধকার ভেদ করে বিদ্যুৎ বাতির আলো। সেই আলোতে দেখা যাচ্ছে চারিদিকে বড় বড় গাছ দ্বারা বেষ্টিত বেশ বড় এক সাদা বাংলো (চা বাগানের বাংলোগুলো ডিজাইন সাধারণত অন্য বাড়ীর চাইতে একটু ভিন্ন, সহজেই চেনা যায়)। বেশ কিছুক্ষন আগ্রহ নিয়ে সেদিকে তাকিয়ে রইলাম এবং মনে জানার কৌতুহল জাগলো, কে থাকেন ওখানে ? পাশে দাঁড়িয়ে থাকা আমার ভাগ্নিকে জিজ্ঞেস করলাম। সে উত্তর দিল, “একসময় থাকতেন, এখন আর কেউ থাকে না। কারন এই বাড়ীকে ঘিরে ভয়ঙ্কর একটি কাহিনী আছে।” আমার জানার আগ্রহটা আরো বেড়ে গেল, তাকে চেপে ধরলাম কাহিনীটি আমাকে বলার জন্য। প্রথমে সে বলতে চাইল না কিন্তু আমিও নাছোড়বান্দা। ছোটে বেলা থেকেই আমার এ অভ্যাস, একটা কিছু শুরু করলে শেষ না করা পর্য্যন্ত ক্ষান্ত হইনা। আমার পীড়াপীড়িতে ভাগ্নি বলতে রাজী হলো। বলল চলুন তাহলে ভিতরে গিয়ে বসি। তার কথামত ভিতরে গিয়ে বসলাম, সে বলতে শুরু করলো- বেশ কয়েক বছর আগের ঘটনা। বাগানের এক ম্যানেজার কোম্পানীর অন্য বাগান থেকে বদলী হয়ে ঐ পুরোনো বাংলোটিতে তার স্ত্রীকে নিয়ে উঠেন। অবশ্য বাগানের অন্যান্য বাংলোর চাইতে এই বাংলোটি তাকে বেশী আকৃষ্ট করেছিল। কারন উঁচু টিলার উপর রকমারী দৃষ্টিনন্দিত গাছ-গাছারী আর বিস্তৃত দেশী-বিদেশী ফুলের সমারোহে সাজানো গোছানো ফুলের বাগান। বাংলোর ভিতরটাও ছিল কারুকার্যখচিত ও অত্যাধুনিক সুযোগ সুবিধায় পরিপূর্ণ। কিন্তু কিছু দিন যেতেই তার স্ত্রী এই বাংলোতে থাকতে অনীহা দেখাতে শুরু করলেন। তিনি প্রায়ই বলতে লাগলেন এই বাড়ীতে থাকতে ভয় লাগে। রাতের বেলা কি সব সাদা কাপড় পরা মানুষের মত কিছু একটা বিচরণ করতে দেখেন।

প্রথম দিকে স্ত্রীর কথায় কান দেননি কিন্তু কিছুদিন পর থেকে তিনি নিজেও মাঝেমধ্যে দুঃস্বপ্ন দেখতে শুরু করেন। আধুনিক শিক্ষায় শিক্ষিত, সাহসী, কুসংস্কারমুক্ত মানসিকতা থেকে এগুলো শুধু স্বপ্ন বলেই এড়িয়ে যেতে লাগলেন এবং স্ত্রীর এহেন বেহাল অবস্থা ও পীড়াপীড়িতে শেষ পর্য্যন্ত সিদ্ধান্ত নিলেন, স্ত্রীকে পার্শ্ববর্তী শহরে বাসা ভাড়া করে দিয়ে তিনি কর্মস্থলে একাই থাকবেন। যেমন ভাবনা তেমন কাজ। এভাবে কয়েকদিন থাকার পর তিনি লক্ষ্য করলেন, সকালে নাস্তা খেতে ডাইনিং টেবিলে বসলে বাবুর্চি এসে বলে ‘স্যার আপনিতো একটু আগে নাস্তা খেয়ে গেলেন’। দুপুর ও রাতেও সে একি কথা বলে। ম্যানেজার সাহেব বেশ চিন্তিত হয়ে পড়লেন। এক অজানা রহস্য তার মন, চিন্তা-চেতনাকে নাড়া দিয়ে উঠলো। তার বিশ্বাস ও ব্যক্তিত্বের উপর দোলা দিতে শুরু করলো। তিনি তার সৎসাহস ও অদম্য মনোবল নিয়ে রহস্য উদ্ঘাটনে মনোনিবেশ করলেন। ধীর-স্থীর-শান্ত মন নিয়ে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে বাগানের অতীত ইতিহাস খুঁজতে থাকলেন। বাগানের অতীত নতিপত্র ও প্রবীণ ব্যক্তিবর্গের কাছ থেকে ইতিপূর্বে এই বাড়ীতে কে কে থেকেছে, তাদের ছেলে-মেয়েরাইবা কেমন ছিল, এই বাংলোতে কাজের লোকেরা কে কেমন ছিল, তাদের জীবনবৃত্তান্ত ও বাংলো তৈরীর আগে এই জায়গাটা কি কাজে ব্যবহৃত হতো ইত্যাদি জানার জন্য উদ্গ্রীব হয়ে উঠেন। ধীরে- ধীরে তিনি অনেক তথ্য সংগ্রহ করলেন,অনেক আজগুবি কিচ্ছা-কাহিনীও শুনলেন কিন্ত এগুলো কিছুতেই তার বিশ্বাসের ভীতকে চীর ধরাতে পারলো না। উপরন্তু লোকমুখের রুপান্তরিত কল্পকাহিনী ছাড়া কিছুই ভাবতে পারলেন না। সময়ান্তরে তিনি বেশ বিচলিত হয়ে পড়লেন। কিভাবে এই রহস্যের উদ্ঘাটন করা যায় ? এই ভাবনায় বেশ উতলা হয়ে উঠলেন। কিন্ত তিনি থামবার পাত্র নন, এই রহস্যকে ভেদ করে সত্যের মুখামুখি তাকে যে হতেই হবে। এমনিতেই চা বাগানের ম্যানেজাররা জমিদারি মেজাজে চলাফেরা করে থাকেন তদুপরি এহেন অবস্থা তাকে আরো একরুখো করে তুলে। তাই ছল-বল-কৌশলে যেভাবেই হউক তিনি এই রহস্য উদ্ঘাটনের জন্য মরিয়া হয়ে উঠেন। একদিন সন্ধ্যা বেলা পাহাড় বেয়ে উপরে উঠার সময় হঠাৎ খুবই বৃদ্ধ এক লোকের সাথে দেখা। বয়স অনুমান করার উপায় নেই, দাড়ী-গোঁফের জন্য মুখটাও ভালো করে দেখা যাচ্ছেনা। ম্যানেজার সাহেবকে দেখে অতি কষ্টে লাঠিতে ভর করে উঠে দাড়াঁলো। তিনি তার পরিচয় জানতে চাইলেন কিন্তু লোকটি কোন উত্তর দিল না। কয়েক বার জিজ্ঞেস করার পর লোকটি ওখানেই বসে পড়লো। তিনি লোকটিকে ভালো করে কৌতুহলী মন নিয়ে লক্ষ্য করলেন এবং আচমকাই তার কাছে জানতে চাইলেন এ বাংলো সম্বন্ধে সে কিছু জানে কি না। কিন্তু বৃদ্ধ লোকটি কোন উত্তর না দিয়ে লাঠিতে ভর করে আস্তে আস্তে উঠে চলে যেতে লাগলো। ম্যানেজার সাহেব কিছুটা অবাক হলেন, বিস্ময় মিশ্রিত সন্দেহের দানা তার মনে উঁকি দিয়ে উঠলো। ভাবতে লাগলেন এই লোকটির কাছ থেকে আমার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর কিংবা কোন তথ্য পাওয়া যাবে কিনা ! তাকে কি বাসায় নিয়ে যাওয়া যায় কিনা। কিন্তু ম্যানেজারকে অবাক করে বৃদ্ধ লোকটি বলে উঠলো- “তাতে কাজ হবে না।” কি আশ্চর্য! লোকটি কিভাবে জানলো তিনি কি ভাবছেন ! ক্ষনিকের জন্য ম্যানেজার স্থবির হয়ে গেলেন, লোকটিও মৃদু পায়ে চলতে চলতে কোথায় যেন হারিয়ে গেল। স্তম্ভিত ফিরে পেয়ে ম্যানেজার সাহেব উপলব্ধি করলেন তার মনের কোনে অজানা এক আতংক সজোরে আঘাত করে গেল এবং বিশ্বাসের ভীতের ফাটলটার আরো ব্যাপ্তি ঘটলো। এরপর থেকে তিনি লোকটি খোঁজতে শুরু করলেন কিন্তু কোথাও পেলেন না। অনেকটা ব্যর্থ ও অব্যক্ত যন্ত্রনা নিয়ে কাউকে কিছু না বলে দিনাতিপাত করতে লাগলেন এবং লোকটির সাক্ষাতের অপেক্ষা করতে থাকলেন। হঠাৎ একদিন আবারো সেই লোকটির সাথে দেখা। সেই একই জায়গায়, একই সময়ে। তবে আজ তাকে দেখে মনে হলো সে অধীর আগ্রহে কারো জন্য অপেক্ষা করছে। তিনি নিঃশব্দে তার পাশে গিয়ে বসে পড়লেন, এবার বৃদ্ধ লোকটি নিসংকোচে বলতে শুরু করলো-

আজ থেকে বহু বছর আগে ১৯৪৭ সালে ভারতবর্ষ স্বাধীনতা লাভের পূর্বেকার ঘটনা। সম্ভবত ১৯৪৪/৪৫ সালের কথা। তখনও দ্বিতীয় বিশ্ব যুদ্ধের রেশ কেটে উঠতে পারেনি বিশ্ব। সারা ভারতবর্ষে তখন বৃটিশ সম্রাজ্যের আধিপত্য বিরাজমান। বৃটিশ পতাকা দপ দপ করে উড়ছে তখনও ভারতবর্ষের আকাশে। চা বাগানের একচ্ছত্র মালিকানা বৃটিশদের দখলে। একেকজন চা বাগানের ম্যানেজার তখন একেকজন ক্ষুধে জমিদারের মত ক্ষমতার অধিকারী। তাদের প্রভাব ও দাপটে তখনও বাঘে-মহিষে এক ঘাটে পানি পান করে।

এই বাংলোতে একজন ইংরেজ সাহেব ও তাঁর স্ত্রী বসবাস করতেন। তিনি কয়েকটি চা বাগানের সমন্বয়ে গঠিত ডিভিশনের, ডিভিশন্যাল ম্যানেজারের দায়িত্বে ছিলেন। তাঁর চা বাগানের (টি এন্ড ল্যান্ড স কোং) একাংশের মালিকানাও ছিলো। তিনি কোম্পানির কাজে বছরের অধিকাংশ সময়ই কখনও স্কটল্যাণ্ড ( হেড অফিস ) কখনও অন্যত্র আসা-যাওয়া করতেন। কোম্পানির কাজে তিনি সবসময়ই ব্যস্থ থাকতেন। স্ত্রীকে একটু বেশী সময় দেওয়ার মত ফুসরত তিনি পেতেন না। তাদের কোন সন্তানাদি ছিলনা। বাংলোয় অনেক কাজের লোক ছিল। রান্নাবান্না থেকে শুরু করে সব কাজের জন্য একেকজন করে লোক ছিল। সাহেবের স্ত্রীকে সবাই বড় মেম সাহেবা বলে ডাকতো। তিনি ছিলেন অপরুপ সুন্দরী। তার মিষ্টি গলার আওয়াজ ও সুন্দর ব্যবহারের জন্য অতি অল্প সময়েই তিনি সবার প্রিয় হয়ে উঠেন। মেম সাহেব ভাষাগত কারনে খুব বেশী কারো সাথে কথা বলতে পারতেন না। ফলে তিনি একাকিত্ব বোধ করতেন। তার একাকিত্ব কাটানোর জন্য সাহেব তাকে একটা পিয়ানো কিনে দিলেন। প্রতিদিন বিকেল বেলা মেম সাহেবা পিয়ানো বাজাতেন। তিনি পিয়ানো বাজানোতে এতই দক্ষ ছিলেন, পিয়ানোর সুরের ঝংকার বাংলো ভেদ করে নিস্তব্ধ পাহাড়ের গায়ে গিয়ে আঁচড়ে পড়তো। আশেপাশের সবাই ও শ্রমিকেরা অনেক দূর হতেও তার এই যাদুকরী সুর উন্মুখ হয়ে শুনতো। বিশেষ কারন ছাড়া বাংলোর গেইটের ভিতর কারো আসার অনুমতি ছিল না। বাংলোর কাজের লোকেরা যার যার কর্মস্থল থেকে পিয়ানো বাজানো শুনতো, শুধু একজন ছাড়া!! যতক্ষন পর্য্যন্ত পিয়ানোর সুর শুনা যেত ততক্ষণ পর্য্যন্ত সে দরজার আড়াল থেকে দেয়ালে হেলান দিয়ে গভীর মনযোগ সহকারে পিয়ানোর সুর উপভোগ করতো। সেই যাদুকরী মধুর সুর শুনতে শুনতে সে তন্ময় হয়ে যেত, কখনও অবচেতন মনে নিজের অজান্তেই ঘুমিয়ে পড়তো। অন্যান্য কাজের লোকেরা তখন তাকে তাড়াতাড়ী উঠিয়ে দিয়ে সেখান থেকে সরিয়ে নিয়ে যেত। সাহেব অথবা মেমসাহেব দেখলে বিপদ হতে পারে এই ভেবে। মেমসাহেব বেশ কিছুদিন যাবৎ তা লক্ষ্য করে আসছিলেন, কিন্তু কখনও তা কাউকে বুঝতে দেননি। একদিন পিঁয়ানো বাজানো শেষ করে মৃদু পায়ে হেঁটে তার কাছে গেলেন। সে তখন লাফ দিয়ে উঠে মাথা নিচু করে দাঁড়ালো। তিনি জিজ্ঞেস করলেন “তোমার ভালো লাগে ? “সে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। তখন তিনি আবারও জিজ্ঞেস করলেন “তুমি শিখবে ?” সে আবারও মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। ব্যাস পরদিন থেকেই শুরু হলো অনুশীলন। পিয়ানো বাজানোর সাথে সাথে কিছু ইংরেজী শিক্ষাও তাকে দিতে থাকলেন। সে অত্যন্ত মেধাবী ছিল। অল্প কিছুদিনেই সে একজন ভালো পিয়ানো বাদক হয়ে উঠলো। তার সরলতা ও মেধা মেমসাহেবকে তার প্রতি আকৃষ্ট করে তুললো। এবং মেমসাহেব ধীরে-ধীরে তার প্রতি দূর্বল হয়ে পড়লেন। তবে সেটা চলতো সাহেবের অগোচরে। বাংলোর অন্যান্য কাজের লোকেরা তার তড়িৎ সাফল্য ও মেমসাহেবার অতি প্রিয় ভাজন হওয়াতে ঈর্ষাণ্নীত হয়ে উঠলো। একদিন সাহেব বাসায় ফিরবেন না বলে বিশেষ কাজে বাহিরে চলে গেলেন। কিন্তু কাজটা শেষ হয়ে যাওয়াতে বাসায় ফিরে আসেন। বাংলো চত্বরে ঢোকা মাত্রই তার কানে পিঁয়ানোর সুমধুর সুর ভেসে উঠলো। প্রফুল্ল মনে স্ত্রীকে সার্প্রাইজ দেওয়ার জন্য অতি সন্তর্পনে মৃদু পায়ে কামরায় ঢোকলেন। কিন্তু একি দেখলেন ! একি অবাক করা কান্ড ! তারই ভৃত্য,তারই বাবর্চি মনের মাধুরী মিশিয়ে পিঁয়ানো বাজাচ্ছে আর তারই প্রিয়তমা স্ত্রী তন্ময় হয়ে বাবুর্চির গায়ে হেলান দিয়ে শুনছে। মূহূর্তের মধ্যেই তিনি কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়লেন। তার ব্যক্তিত্ব দারুন ভাবে আঘাতপ্রাপ্ত হলো এবং তার পৌরষত্ব তাকে বেসামাল করে তুললো। তিনি মনের অজান্তেই ড্রয়ার থেকে পিস্তল বের করে বাবুর্চিকে লক্ষ্য করে গুলি ছুড়লেন। তৎক্ষনাৎ বাবুর্চির তরতাজা শরীরটা নিথর হয়ে গেল। বাবর্চি খুন হলো। সে রাতের পর থেকে সাহেব ও মেমসাহেবকে আর কোনদিন কেউ কোথাও দেখেনি। ঐ বাংলোতে তখন থেকে আর কেউ থাকে না, থাকতে পারে না। থাকলে নানা সমস্যা দেখা দেয়। ম্যানেজার সাহেব সবশুনে কাঁপা-কাঁপা পায়ে উঠে দাড়ালেন। কোন কিছু বলার আগেই বুড়ো লোকটি আস্তে আস্তে লাঠিতে ভর করে উঠে চলে গেল। এরপর ম্যানেজার বাংলো বদল করে অন্যত্র চলে গেলেন। সেই থেকে কোনদিন সেখানে কেউ আর বাস করেনি। এমনকি এর আশেপাশেও কেউ যায়না, তবে মাঝে-মাঝে গভীর রাতে বাংলো থেকে পিঁয়ানোর সুর ভেসে আসে। তাহলে রাতের বেলা ঐ বাংলোতে বাতীটা কে জ্বালায় ? আমি জানতে চাইলাম। ভাগিনী উত্তর দিল- “জানিনা। তবে শুনেছি গভীর রাতে কেউ যদি কোন কারনে ঐদিকটায় যায়, তবে দাড়িগোঁফ ওয়ালা একজন বৃদ্ধ লোককে দেখতে পাওয়া যায়। কেউ তাকে চিনে না।” আমার শরীরে কাঁটা দিয়ে উঠলো। ভয়ে আপুকে জড়িয়ে ধরলাম। আপু বলে উঠলেন-কিগো তুমি না ইংল্যান্ড থেকে আসা সাহসী মেয়ে ! এভাবে ভয় পেলে চলবে ? বাসার সবাই তখন হাসতে শুরু করলো।