শনিবার, ৪ মে ২০২৪ খ্রীষ্টাব্দ | ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জের শমশেরনগর গল্ফ মাঠ যেন ঘাসের গালিচা : পর্যটকদের আকর্ষণ করছে



কমলকুঁড়ি প্রতিবেদক :

মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর গল্ফ মাঠ দেখার জন্য প্রতিদিনই ছুটে যান ভ্রমণ পিপাসু পর্যটকরা। চারিদিকে  সবুজে সমারোহ  চা বাগান,  প্রাকৃতিক সুনিবিড় পরিবেশে প্রশান্তি ছোঁয়া পেতে যে কেউ ঘুরে আসতে পারেন পরিবার পরিজন নিয়ে শমশেরনগর গল্ফ মাঠে।
শমশেরনগর গল্ফ মাঠ। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এ মাঠে পড়ন্ত বিকেল বেলা অনেক পর্যটকরা বেড়াতে আসতে দেখা যায়। সবুজ ঘাসের গালিচা, মায়ায় ভরা উচু্ নিচু টিলা, ছোট ছোট লেক এ যেন পর্যটকদেরকে আরো আকর্ষণ করছে। গল্ফ মাঠের ভিতরে প্রবেশ পথে সবুজ চা বাগান দেখা যাবে। চা কন্যারা আপন মনে চা পাতা চয়ন করছেন। পর্যটকরা কেউ কেউ ঘাসের বুকে হেঁটে যাচ্ছেন, কেউ কেউ আবার বসে ছবি তুলছেন।

বিশাল এলাকা জুড়ে শমশেরনগর গল্ফ মাঠ অবস্থিত। এখানে বৃক্ষ রাজি বাতাসের সাথে সাথে দোলা দিচ্ছে। অনেক পর্যটকরা শহর থেকে একটু শান্তি ও স্বস্থি পেতে প্রাকৃতিক পরিবেশ ছুটে যাচ্ছেন। শমশেরনগর গল্ফ মাঠে যেতে হলে মৌলভীবাজার জেলা শহর থেকে শমশেরনগর আসা যায়, অন্যদিকে শ্রীমঙ্গল শহর থেকে কমলগঞ্জ হয়ে শমশেরনগর গোল্ফ মাঠে আসা যায়। নিরিবিলি পরিবেশে আপনাকে দেবে প্রশান্তির ছোঁয়া।