শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

শনিবার অপারেশন : আমার জন্য দোয়া করবেন, বললেন বৃক্ষমানব



full_1460344987_1455892271

কমলকুঁড়ি ডেস্ক :

খুলনার পাইকগাছার আলোচিত বৃক্ষমানব (ট্রি-ম্যান) আবুল হোসেনের প্রথম অপারেশন করা হবে শনিবার।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিকভাবে বেলা ১১টায় আবুলের বৃদ্ধাসহ দুটি আঙ্গুলে অপারেশন করবেন চিকিৎসকরা। অপারেশনের পর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আবুল ও তার স্ত্রী হালিমা বেগম।

শুক্রবার বিকেলে আবুল হোসেন বলেন, ‘আগের চেয়ে একটু ভালো আছি। তবে অপারেশনের কথা শুনে অনেক ভয় লাগছে। আমার স্ত্রী হালিমা ও মেয়ে জান্নাত ফেরদৌস তাহিরা পাশে রয়েছে। বাবা ও মা রাতে ঢাকা আসবেন। কাল সকালে আমার অপারেশন করা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। অপারেশন যেন ভালোভাবে হয়।’

আবুল আরও বলেন, ‘ভালো হয়ে মেয়েটাকে স্কুলে ভর্তি করাবো। সে লেখাপড়া শিখে বড় হবে। এটাই আমার ইচ্ছা।’

আবুলের স্ত্রী হালিমা বলেন, ‘উনার (আবুল) জন্য দোয়া করবেন। শনিবার উনার অপারেশন। ডাক্তাররা কি করবেন কিছু জানি না। ভয় লাগছে। তবে শুনেছি আঙ্গুলের অপারেশন করবেন।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন অসুস্থ ছিলেন উনি (আবুল)। অপারেশন করার মতো টাকা ছিল না। আজ মিডিয়া ও সরকারের সহায়তায় ফ্রি চিকিৎসা করাতে পারছি। আপনারা না থাকলে এ পর্যন্ত পৌঁছাতে পারতাম না। আমার আজ খুব ভালো লাগছে, যে উনি (আবুল) সুস্থ হয়ে উঠবেন। স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন। উনি যেন সুস্থ হয়ে উঠেন সবাই এই দোয়াই করবেন।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক ইউনিটের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সামন্ত লাল সেন বলেন, ‘আবুলের বৃদ্ধাসহ আরও একটি আঙ্গুলের অপারেশন করা হবে শনিবার বেলা ১১টায়। অপারেশন না করে কিছু বলা যাচ্ছে না।’

খুলনার পাইকগাছা উপজেলা সদরের ৫নং ওয়ার্ডের সরল গ্রামের বাসিন্দা মানিক বাজনদারের ছেলে আবুল হোসেন। ২০০৫ সালে তার হাতে পায়ে আঁচিলের মত গোটা দেখা দেয়। এরপর ধীরে ধীরে বাড়তে বাড়তে সেটি ভয়ঙ্কর রূপ নেয়। কয়েক বছরের মধ্যেই হাতের তালুতে ও পায়ে ধীরে ধীরে গাছের শ্বাসমূলের মত গজাতে থাকে। দুই হাতের তালু ও ১০ আঙ্গুল ভয়ঙ্কর আকার ধারণ করে।