সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

ভারতে জি-বাংলা সা-রে-গা-পা গ্রেন্ড অডিশনে কমলগঞ্জের মন্টি সিনহা লেবেল-২ তে



42734639_306286386839187_7420650108103950336_n.jpg

নির্মল এস পলাশ

আজ রাত দশ ঘটিকায় জি-বাংলা চ্যানেল সংগীত প্রতিভা প্রতিযোগিতা প্রচারিত হয় । জিবাংলা গ্রেন্ড অডিশন সারে-গ-মা-পা অনুষ্ঠান বাংলাদেশের অংশগ্রহণকারী অবন্তী সিথি বাজিমাত করেছিলেন প্রথম পর্বে । আজ level- 1 শেষ পর্বে বাংলাদেশী “আইডল “মৌলবীবাজার তথা কমলগঞ্জের কন্ঠ শিল্পী মন্টি জি-বাংলা সারে-গা-মা-পা, মঞ্চে আসলে বিচারক শ্রীকান্ত আচ্যর্য মন্টির কাছে বাংলার লোকগীতি গান শুনতে চাইলে । মন্টি তার কন্ঠে লোকগীতি গান করিমানা কাম ছাড়েনা — গানটি পরিবেশন করে সংগীতের অনবদ্য পারফমেন্স পদর্শন করে । নিজেকে যেমন মেলে ধরলেন , আর এগিয়ে গেলেন
level-2 তে আর বাংলাদেশকে সম্মানিত করলেন । গর্বিত করলেন কমলগঞ্জ বাসীদের ।
মন্টির সংগীত প্রতিভায় সব সময়ে নিজেকে প্রমান করেছেন , হয়েছিলেন বাংলাদেশী আইডলের তৃতীয় স্থান অধিকারী । অধীর আগ্রহে ছিলেন কমলগঞ্জ , মৌলবীবাজার বাসী তথা তার স্বজন ও ভক্তবৃন্দ । জি-বাংলা টিভি চ্যানেলের সামনে অপেক্ষায় । মন্টির আজকের সা-গা-মা-পা মঞ্চে প্রাণ-উচ্ছল হাসিমাখা সংগীত পরিবেশনায় । আনন্দিত হয়েছেন সবাই। বাংলাদেশে ছেলে মন্টি জি-বাংলার অনুষ্ঠানে শীর্ষে ছুয়ে যাক এই প্রত্যাশা করছেন । আর শুভকামনা করছেন নিজ এলাকার মন্টি ভক্ত এবং এলাকাবাসীরা