শনিবার, ২০ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

মৌলভীবাজার জেলায় ১০৬ জন করোনা সনাক্ত



কমলকুঁড়ি রিপোর্ট

মৌলভীবাজার জেলায় ৭ টি উপজেলায় করোনা রোগীর সংখ্যা ছড়িয়ে পড়েছে। এছাড়া গ্রামে গ্রামে করোনার উপসর্গ দেখা দিয়েছে। করোনা টেষ্ট করালে পজিটিভ আসবে এমনটাই মনে করছেন সচেতন মহল।

মঙ্গলবার (২৭ জুলাই) পাওয়া করোনার ফলাফলে মৌলভীবাজার জেলায় মোট ১০৬ জন করোনা শনাক্ত হয়েছেন। এর মাঝে মৌলভীবাজার সদর হাসপাতালে নমুনা দেওয়া ১০জন। বাকিদের মাঝে রাজনগর নমুনা দেওয়া ৩জন, কুলাউড়া নমুনা দেওয়া ১৪ জন, জুড়িতে নমুনা দেওয়া ২৭ জন, বড়লেখা নমুনা দেওয়া ৩ জন, কমলগঞ্জ নমুনা দেওয়া ১৯ জন ও শ্রীমঙ্গল নমুনা দেওয়া ৩০ জন রয়েছেন।

কমলগঞ্জ করোনা শনাক্ত হওয়া উপজেলা সদরের চন্ডীপুরের ১ নারী, শমশেরনগর ভাদাইর দেউলের ১ নারী ও ২ পুরুষ, ইসলামপুর ইউনিয়নের পাত্রীগাও এর ১ পুরুষ, ভানুবিলের ১ নারী, শমশেরনগর চা বাগানের ১ পুরুষ, করিমপুরের, ১ পুরুষ, আদমপুরের ২ নারী ও ২ পুরুষ, শমশেরনগরের ১ নারী ও ২ পুরুষ, মাধবপুরের ১ পুরুষ, শমশেরনগর চা বাগানের ২ পুরুষ বড়গাছ এলাকার ১ পুরুষ ও নছরতপুরের ১ পুরুষ রয়েছেন।