বুধবার, ১ মে ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

মুন্সীবাজার- কমলগঞ্জ সড়কে: কমলগঞ্জে স্বর্ণকারের বাসায় ডাকাতি ॥ স্বর্ণালঙ্কার, নগদ অর্থসহ ৬ লক্ষাধিক টাকার মালামাল লুট



 Dakati20160715121640

কমলকুঁড়ি রিপোর্ট
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের পরানধর গ্রামে এক স্বর্ণকারের বাসায় গত সোমবার (১৪ আগষ্ট) দিবাগত রাত তিনটায় দুর্ধষ ডাকাতি সংঘটিত হয়। ডাকাতদল বাসার লোকজনকে বেঁধে রেখে ৭ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, রোপার কিছু গহনা, ৫টি মুঠোফোন, নগদ দেড় লাখ টাকাসহ ৬ লক্ষাধিক টাকার মূল্যবান মালামাল লুটে নেয়। পরাণধর গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মোক্তাদির তরফদারের ভাড়া বাসায় এ ঘটনাটি ঘটে।
মুন্সীবাজার ইউপি ইউপি সদস্য শফিকুর রহমান জানান, সোমবার দিবাগত রাত তিনটায় ৭/৮ জনের মুখোশধারী সশস্ত্র ডাকাতদল একে একে বাসার প্রধান ফটক, মারেল গ্রীলের ফটকের তালা ভেঙ্গে পরে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। ডাকাতদল অস্ত্রের ভয় দেখিয়ে  স্বর্ণকার  কৌশিক ধর (৪০) ও তার ভাই সঞ্জিত ধর (৩৪) সহ বাসার সবাইকে বেঁধে রাখে। পরে আলমারী ভেঙ্গে তছনছ করে আলমারীতে রক্ষিত ৭ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, কিছু রোপার গহনা,  নগদ দেড় লাখ টাকা, ৫টি ব্যবহারী মুঠোফেন, ১টি ইস্ত্রি ও মূল্যবান সামগ্রীসহ ৬ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয় ডাকাত দল। ঘটনার খবর পেয়ে ভোর রাতে কমলগঞ্জ থানার ওসি বদরুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালে মুন্সীবাজার ই¦উপি চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফদার, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্বর্ণকার কৌশিক ধর জানান, ডাকাতরা ছিল মুখোশপরা সশস্ত্র অবস্থায়। তারা ঘরের সবাইকে বেঁধে রেখেই ডাকাতি করে আবার নিরাপদে চলে গেছে।
কমলগঞ্জ থানার ওসি বদরুল হাসান বলেন, ঘটনার খবর পেয়েই তিনি সরেজমিন পরিদর্শন করেছেন। আসলে এটি ডাকাতি না বড় ধরনের চুরি তা তদন্তক্রমে বলা যাবে। তাছাড়া ক্ষতিগ্রস্তরা অভিযোগ দিলে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে।