রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

বাংলাদেশে চা শিল্পে কর্মরত শ্রমিকদের কর্মপরিবেশ নিয়ে কর্মশালা



1

 

কমলকুঁড়ি রিপোর্ট
বাংলাদেশের চা শ্রমিকদের চা শিল্পে কর্মরত শ্রমিকদের বর্তমানকর্মপরিবেশ, শ্রমিকদের সমস্যা ও প্রয়োজনীয় বিষয়গুলো সংশ্লিষ্ট দপ্তওে ব্যাখা করা। চা শ্রমিকদের স্বাধীনতা,সমতা,ন্যায়-পরায়নতা,নিরাপত্তা ও মানবিক মর্যাদা পূর্ণ কর্মপরিবেশ প্রস্তুতের উপায় খুঁজে বের করা এবং চা শ্রমিকদেরকর্মপরিবেশ উন্নয়নে কার্যকর করা। চা শ্রমিক আবাসন,ল্যাট্রিন,স্বাস্থ্য,শিক্ষা ও বেকার শ্রমিকদের কাজে নিয়োজিত করা। শ্রম আইনে পরিষ্কারভাবে উল্লেখ থাকলেও তা পালন করা হচ্ছে না। মর্যাদার জায়গায় চা-শ্রমিকরা খুবই বেহাল অবস্থায় রয়েছেন। তাদের মৌলিক অধিকারগুলো নেই বললেই চলে। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কর্তৃক আয়োজিত এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। শনিবার (৩ ফেব্রুয়ারী) শ্রীমঙ্গলে বাংলাদেশ চা গবেষণা কেন্দ্র পিডিইউতে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সেমিনারে আইএলও কর্তৃক বাংলাদেশ চা শ্রমিক জনগোষ্ঠী কর্ম পরিবেশ সম্পকিত এক গবেষণাপত্র উপস্থাপন করা হয়। এই গবেষণাপত্র নিয়ে আলোচনা করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক ড. ফয়সল আহমেদ। ড. ফয়সল আহমেদ তার বক্তব্যে জানান, ২০১৬ সালে সম্পাদিত চা শিল্পে কর্মরত শ্রমিকদের কর্মপরিবেশ বিষয়ক গবেষণা রিপোর্টটি পর্যলোচনা করে চা-বাগানের চা শ্রমিকদের মতামতের ভিত্তিতে এই গবেষণাপত্র তৈরি করা হয়েছে। কর্মশালায় বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের সভাপতিত্বে উদ্ধোধনী বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো.তোফায়েল ইসলাম। বিভাগীয় শ্রম দপ্তরের উপ-পরিচালক মো.মনিরুজ্জামান,শ্রীমঙ্গল সরকারী কলেজের সহকারী অধ্যাপক সুদর্শন শীল, শ্রীমঙ্গল প্রেসকাবের সভাপতিবিশ্বজ্যোতি চৌধুরী ও সাধারণ সম্পাদক এম এ ইদ্রিস আলী। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাম ভজন কৈরী,
হোসনাবাদ চা বাগানের ব্যবস্থাপক মৃদুল কান্তি পাড়িয়াল, চা শ্রমিক নেতা সিতারাম বীন ও শ্রী-মতি বাউড়ি প্রমুখ। কর্মশালায় মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন সুপ্রীম গৌড়, প্রদীপ পাল, রুদ্র প্রসাদ বুনার্জী, কমল বুনার্জী, চন্দ্র কৈরী, মনি গোয়াল, রাজু গোয়ালা প্রমুখ। কর্মশালায় উপস্থিত ছিলেন,শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা। কর্মশালায় বাংলাদেশের চা শ্রমিক ইউনিয়নের বিভিন্ন ভ্যালীর চা শ্রমিক প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন। কর্মশালায় সঞ্চালনার দায়িত ¡পালন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড.ফয়সল আহমেদ। কর্মশালায় গবেষণাপত্র প্রসঙ্গে আলোচনা ও সমাপনী বক্তব্য উপস্থাপন করেন আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর ন্যাশনাল প্রজেক্ট কো- অর্ডিনেটর আলেক্স সিউসছিচাম। আলেক্স তার বক্তব্যে বলেন, চা-শ্রমিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার ল্েয আমরা আইএলও’র প থেকে সহযোগিতা করে যাচ্ছি। তৃণমূল পর্যায়ের চা শ্রমিকদের সাথে সরাসরি কথা বলে তাদের নানা সমস্যা ও ন্যায়সংগত দাবিগুলোর প্রতি আমরা মালিকপরে দৃষ্টি আকর্ষণের চেষ্টা
করে যাচ্ছি।