বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান



4
কমলকুঁড়ি রিপোর্ট
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর শিববাজারস্থ মণিপুরী ললিতকলা একাডেমি অডিটরিয়ামে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে গত সোমবার রাতে এক আলোচনা সভা ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাধবপুর আনবিটেন ক্লাব ও মণিপুরী ললিতকলা একাডেমির যৌথ উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক। হাজারো দর্শক শ্রোতা গভীর রাত পর্যন্ত অনুষ্ঠানটি উপভোগ করেন।
মণিপুরী ললিতকলা একাডেমির পরিচালক রাম কান্ত সিংহের সভাপতিত্বে ও রানা রঞ্জন সিংহের সঞ্চালনায় আলোচনা পর্বে বিশেষ অতিথি ছিলেন ম্যাটস, মৌলভীবাজার এর উপাধ্যক্ষ অধ্যাপক ডা: পদ্মমোহন সিংহ, কমলগঞ্জ প্রেস ক্লাবের সহ সভাপতি সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক শ্যাম সুন্দর সিংহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আনবিটেন ক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি যুবনেতা নির্মল সিংহ পলাশ, সাধারণ সম্পাদক রিবন চন্দ্র সিংহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক বলেন, পৃথিবীতে যখন অনাচার, ধর্মের অধঃপতন ঘটেছিল তখনি মহাবতার শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল সকল অর্ধমের বিনাশ করতে। শ্রীকৃষ্ণের আদর্শকে লালন করে সবাইকে এক সাথে এগিয়ে যেতে হবে। সকল ধর্মেই মানবতার কথা বলে। ধর্মের ভূল ব্যাখ্যা দিয়ে সমাজে কোন বিশৃংখলা সুষ্টি করা যাবে না। ধর্মীয় অনুশাসন মেনে চললে কেউ বিপথগামী হতে পারে না। আলোচনা সভা শেষে আনবিটেন ক্লাবের মণিপুরী শিল্পীদের অংশগ্রহণে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান “খংচেল” অনুষ্ঠিত হয়। এমে নৃত্য, গান, শ্রী কৃষ্ণের আবির্ভাব নাটক প্রদর্শনী করা হয়। গভীর রাত পর্যন্ত হাজারো ভক্তবৃন্দের উপস্থিতিতে মুখরিত ছিল হল রুম।