রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

আইসিটি আইনের ৫৭ ধারা- নতুন আইনে মুক্তভাবে কথা বলার সুযোগ থাকবে: আইনমন্ত্রী



law-minister_75768

আজ বুধবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের দফতরে মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট। পরে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আইনমন্ত্রী আনিসুল হক। এসময় আইনমন্ত্রী বলেন বলেন, ‘গণমাধ্যমে যেসব কর্মীদের বিরুদ্ধে আইসিটি অ্যাক্টের ৫৭ ধারায় মামলা আছে তারা ন্যায় বিচার পাবেন, আমার ওপর আস্থা রাখুন। এ ধারার যেসব অসঙ্গতি আছে তা সংশোধন করা হবে এবং আইসিটি বিষয়ক অভিযোগ নিষ্পত্তির জন্য ডিজিটাল সিকিউরটি অ্যাক্ট নামের আইন করা হচ্ছে। যা আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ে আছে। এই আইনে ধারাটি বিলুপ্ত করা হবে। নতুন আইনের মাধ্যমে মানুষের যে উদ্বেগ আছে তা দূর হবে।’ তিনি আরও বলেন, ‘নতুন আইনে মুক্তভাবে কথা বলার সুযোগ অব্যাহত থাকবে। শেখ হাসিনার সরকার এখানে কোনও হস্তক্ষেপ করবে না, হস্তক্ষেপের কোনও অভিপ্রায়ও নেই।’ সম্প্রতি আহমেদ রাজু নামের এক সাংবাদিককে ৫৭ ধারায় গ্রেপ্তার করা হয়। এর আগেও কয়েকজন একই ধারায় গ্রেপ্তার হন। এই বিষয়ে প্রশ্ন করা হলে আইনমন্ত্রী, ‘যাতে অবিচার না হয়, তারা ন্যায়বিচার বঞ্চিত না হন, সেজন্য সচেষ্ট থাকব।’ মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে কোন বিষয়ে আলোচনা হয়েছে- জানতে চাইলে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের পুরাতন শক্তিশালী বন্ধু। বন্ধুত্ব রক্ষা করতে এ ধরনের বৈঠক মাঝে মধ্যেই হবে। বন্ধুত্ব রক্ষার করার কৌশল নিয়েই দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে।’