শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

“হৃদয়ে পতনঊষার”



: জ্যোৎস্না খান :
images-1
——— ——— ———
প্রবাসী মন যখন তখন
বাঁধ মানে না ঘুরেফিরে,
উৎস যেথা ফিরে সেথা
চলে যায় স্বজনের ভিড়ে।
চলার গতি উদাস মতি
যায়না গতি মাপা যে
উত্তর-দক্ষিণ পূর্ব-পশ্চিম
আকাশ জমিন ঘুরে সে।
সকাল সন্ধ্যা রাত দুপুরে
চলে সেতো শুন্যে উড়ে
সদায় চলে জলে স্থলে
বেঁধে রাখা যায়না তারে।
কমলগঞ্জ থেকে খানিক দূরে
পতনঊষার গ্রামটি সবাই চিনে
শিক্ষা সংস্কৃতির ধারক হয়ে
আছে সদা গুণে-মানে
শহীদদের কথা স্মরণে রেখে
শহীদনগর বাজার উঠছে গড়ে
তাদের স্মৃতিতে নাম হয়েছে
শহীদদের প্রতি কৃতজ্ঞতা ভরে।
সবুজ ঘেঁরা ধানের ক্ষেতে
কৃষক কাজে মেতে উঠে
ছোট্টরা সব শিক্ষা নিতে
বিদ্যালয়ে যায় যে ছুটে।
ঝিলের ধারে বিলের পাড়ে
পাখিরা সব পাখা নাড়ে
কিশোর কালের সেসব কথা
কি মমতায় প্রাণ কাড়ে।
সময় করে দলে দলে
সবাই চলে খেলার মাঠে
খেলে খেলা আপন মনে
হাসি খুশিতে সময় কাটে।
পরবাসে মন বসে না
মন চলে যায় বঙ্গে
ভাবি তখন মনটি আমার
আছে কি মোর সঙ্গে।
সুজলা সুফলা শস্য শ্যামলা
রুপের তার নাইযে শেষ
ডেকে বলে আয়না ফিরে
তোর মায়ের সোনার বাংলাদেশ।
আত্মীয়-স্বজন করি ভজন
সদা মনের আয়নায় দেখি
বারো মাস নয়নে ভাসে
তাইতো স্মৃতির কবিতা লেখি।

19/02/2017