শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে দেওয়ার সময় কলেজ ছাত্রকে আটক করে পুলিশে সোপর্দ ॥ মূল ছাত্রকে বহিষ্কার



images

কমলকুঁড়ি রিপোর্ট :

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সদরে এক অনিয়মিত ছাত্রের পৌরনীতি পরীক্ষায় প্রক্সি দিতে এসে পর্যবেক্ষকদের হাতে ধরা পড়লে প্রক্সিদাতা কলেজ ছাত্রকে আটক করে কমলগঞ্জ থানায় সোপর্দ করা হয়। মূল ছাত্রকে পরীক্ষা কেন্দ্র থেকে বহিষ্কার দেখানো হয়েছে। রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র এ ঘটনাটি ঘটে। কমলগঞ্জ এসএসসি পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা যায়, কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্র মাধবপুর ইউনিয়নের ভাসানী গাঁও গ্রামের রসিদ মিয়ার ছেলে সুজেল মিয়া একজন অনিয়মিত ছাত্র। তার রোল নং ৩৩১৭৭৬ নিবন্ধন নং ১৩১৬৫৫৫৫০৬। গত দুই বছর ধরে সে পরীক্ষায় অংশ গ্রহণ করেও সব বিষয়ে কৃতকার্য হতে পারেনি। ২০১৪-২০১৫ শিক্ষা বর্ষের শিক্ষার্থী হিসাবে চলতি এসএসসি পরীক্ষায় রোববার পৌরনীতি বিষয়ে পরীক্ষায় সুজেল মিয়া অংশ গ্রহণের কথা ছিল। তার স্থলে একই গ্রামের ছেলে শহীদ মিয়ার ছেলে কমলগঞ্জ গণ-মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্র শাকিল আহমেদ পরীক্ষায় অংশ গ্রহন করে। পরীক্ষা চলাকালীন প্রবেশপত্র ও নিবন্ধনপত্র দেখে রোল নম্বর মেলানোর সময় ৭ নং কক্ষের একজন পর্যবেক্ষকের সন্দেহ হলে বিদ্যালয়ে রক্ষিত এসএসসি ফরমের ছবির সাথে মিলিয়ে দেখতে পান মূল পরীক্ষার্থী সুজেল মিয়া। তার স্থলে কলেজ ছাত্র শাকিল আহমেদ পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। তখনই কক্ষের পর্যবেক্ষক প্রক্সিদাতা কলেজ ছাত্রকে ধরে কেন্দ্র সচিবের কাছে সোপর্দ করেন। পরবর্তীতে কমলগঞ্জ এসএসসি পরীক্ষা কেন্দ্র-১ নং-এর সচিব প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেব কমলগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) মো: রফিকুল আলমকে অবহিত করে আটক প্রক্সিদাতা কলেজ ছাত্রকে কমলগঞ্জ থানায় সোপর্দ করেন। কেন্দ্র সচিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রক্সিদাতা কলেজ ছাত্রকে পুলিশে দিয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে কমপক্ষে তার ছয় মাসের সাজা হতে পারেও বলে তিনি জানান। প্রধান শিক্ষক আরও বলেন, মূল পরীক্ষার্থী সুজেল মিয়ার প্রবেশপত্র ও নিবন্ধনপত্র জব্দ করে তাকেও এবারের এসএসসি পরীক্ষা থেকে বহিষ্কার দেখানো হয়েছে। কমলগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) মো: রফিকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি অমার্জনীয় অপরাধ। তাই আটক কলেজ ছাত্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।