বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

বায়ান্ন থেকে বর্তমান



:সৈয়দ মাসুম:

images-1

——————-
একটি সুন্দর সকালের প্রত্যাশা ছিল
যে সকাল ছোঁয়া দেবে ভালোবাসার
বাঁচার ও বেঁচে থাকার অধিকার।
বিনিদ্র রাতের অবসানে পুলকিত হলাম আমরা
মনে মনে ভাবছি পেয়ে গেছি এইতো প্রত্যাশিত সকাল
মোহ ভঙ্গ হলো ঠিক তখনই
এই বাসেই আমরা পরবাসী হয়ে গেলাম
উষ্ণ আলিঙ্গনের সময়টা যে এতো ক্ষণস্থায়ী হবে বুঝতেই পারিনি।
যাদের হাতে হাত ধরে এতোটা পথ এগিয়ে এলাম
ওদের হাতই উদ্ধত হলো আমাদের হাত ভেঙে দিতে
সংখ্যাগরিষ্ঠ হয়েও সংখ্যা লঘিষ্ঠের শাসনের খপ্পরে পড়ে গেলাম আমরা।
প্রথম বাঁধা আসলো রাষ্ট্র ভাষা প্রশ্নে
বিজাতীয় ভাষাকেই ওরা রাষ্ট্র ভাষা করবে
প্রতিবাদে প্রতিরোধী হলো ছাত্ররা ,জনতার বাঁধভাঙা স্রোতে
রক্তাক্ত হলো রাজপথ ,বাংলা অভিষিক্ত হলো যোগ্য আসনে।
বিজাতীয়রা বৈমাত্রিক আচরণ তবুও ছাড়েনি
আরবি হরফে বাঙলা লিখার কসরত চালালো
নির্বাসিত হলো রবীন্দ্র নজরুল
সুকান্তের কবিতা হয়ে গেলো পরদেশী
মৌলিক অধিকার শিক্ষাটাকেও ওরা কলুষিত করলো
বেয়নেটি শাসন যগদ্ধল পাথর হয়ে বসল আমাদের বুকে।
আমরা আবারও প্রতিবাদী হয়ে উঠলাম
নির্বাসিত গণতন্ত্রের দেশে গণনির্বাচন হলো এবার
আমরা সংখ্যাগরিষ্ঠরা নির্বাচিত হলাম।
ঘাপটি মেরে থাকা পুরোনো সংখ্যা লঘিষ্ঠরা পথ রুদ্ধ করে দিল আবারও
যুদ্ধ হলো,আমরা জয়ী হলাম।
বিধ্বস্ত দেশে গণতন্ত্র নড়েবড়ে ,দুর্ভিক্ষ ও দুঃশাসন
প্রয়োজন বদলে দিলো সব
লাশ হলেন গণপিতা।
উপোসীর গোগ্রাস এখন মানচিত্র এমনকি অর্জিত পতাকা
লৌহবর্মের শাসনে আবারও
উর্বশী জননী ঠিক আগের মতো
পুরোনো শুকুনের ছায়ায়।
অবসন্ন আমরা ঊর্ধ্বে দু’হাত তুলে
খুঁজি এখনও গণতন্ত্র। রক্তের উত্তরাধিকার ভুলে গিয়ে
দেখি হেরে হেরে জিতে যাওয়ার স্বপ্ন
আছি অপেক্ষায় আজও
ভোরের আলোতে স্নান করবো বলে
প্রত্যাশিত সকালের।