রবিবার, ৫ মে ২০২৪ খ্রীষ্টাব্দ | ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

লাল সবুজের “পারাবত ট্রেন” : আগামী ২ সেপ্টেম্বর সিলেট-ঢাকা রেলরুটে চলবে



কমলকুঁড়ি রিপোর্ট :

train photo (2)_117138_0

আগামী ২ সেপ্টেম্বর লাল-সবুজ রঙের নতুন ১৬টি কোচ নিয়ে ঢাকা থেকে সিলেট যাত্রা করবে আন্ত:নগর পারাবত এক্সপ্রেস ট্রেন।রেলসুত্র জানায়, ইন্দোনেশিয়া থেকে দ্বিতীয় কিস্তিতে আনা কোচ থেকে নতুন ১৬টি কোচ সংযুক্ত হচ্ছে সিলেট রেলরুটের পারাবত ট্রেনে। এরমধ্যে দুইটি কোচ থাকবে শীতাতপ নিয়ন্ত্রিত। এছাড়াও থাকবে প্রথম শ্রেনী ও শোভন চেয়ার কোচ। খাবার গাড়ীও থাকবে একটি। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই নতুন ট্রেনটি আগামি ২ সেপ্টেম্বর সকাল ৬:৪০ মিনিটে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসবে।রেলসুত্র জানায়, বর্তমানে পারাবত ট্রেনে ১১টি কোচ রয়েছে। আগে এসি কোচ থাকলেও বর্তমানে তা নেই। দীর্ঘদিন থেকে পারাবতে কোচ সংকট থাকায় আসন সংকটের কারনে যাত্রীরা টিকেট পাচ্ছিলেন না। কোচ সংখ্যা বৃদ্বি করে নতুন এই ট্রেনটি চালুর মধ্য দিয়ে যাত্রী দূর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করছে রেল কর্তৃপক্ষ।

রেলসুত্র আরো জানায়, নতুন এই ট্রেনে কোচ সংখ্যা বৃদ্বির ফলে টিকেট সংকটও কিছুটা কমবে। তবে চরম টিকেট সংকটে নিপতিত শ্রীমংগল রেলস্টেশনের জন্য নতুন এই পারাবত ট্রেনে কোচ সংখ্যা বৃদ্বির পর কতগুলো আসন বরাদ্দ দেয়া হবে তা এখনও জানা যায়নি।