বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

চা বাগানে মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যু প্রতিরোধে ( CIPRB)



 

মানিক পাল :

images-1

কমলগঞ্জ উপজেলার ১ নং রহিম পুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মিরতিংগা চা- বাগানে কিশোর কিশোরী ও সক্ষম দম্পতির সাস্থ্য সেবার মাধ্যমে মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যু প্রতিরোধে কাজ করছে (CIPRB)।

Centre for Injury Prevention and Research Bangladesh ” বাগান মায়ের জন্য ” প্রকল্পে UNFPA এর আর্থিক সহযোগিতায় স্বাস্থ্য সেবা মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করছে ৭ জন বাগান সেবিকা এবং একজন প্রজনন স্বাস্থ্য সেবি এবং প্রোগ্রাম সুচারুভাবে পরিচালনার জন্য নিযুক্ত আছেন প্রোগ্রাম সমন্বয়কারী মি. সুভাষ চন্দ্র বর্মন। একজন গর্ভবতী মায়ের জন্য ফ্রি তে ৩০০ আয়রন ১২০ টি ক্যালসিয়াম ৬০ টি মাল্টিভিটামিন টেবলেট এবং নিরাপদ প্রসবের জন্য একটি ডেলিভারি কীট দেওয়া হয়। এছাড়া ডেলিভারি কালিন জটিলটা দেখা দিলে হাসপালের পরিবহন খরচ এবং প্রাথমিক ঔষধ খরচ বহন করছে। মিরতিংগা চা- বাগানে CIPRB এর “বাগান মায়ের জন্য” প্রকল্প আশার আলো জ্বালিয়েছে এবং সৃষ্টি করেছে অনেক কর্মসংস্থান।