সোমবার, ৬ মে ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে নারী চোর চক্রের ৭ সদস্য আটক



আসহাবুর ইসলাম শাওন :

nari

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার জন্মাষ্টমীর পূঁজায় নারী চোর চক্র পার্টির সাত সদস্যকে আটক করা হয়েছে। কমলগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানে গত ২৫ আগষ্ট  শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী  উপলক্ষে নাম কীর্তন সহ বিশেষ অনুষ্টানের আয়োজন করা হয়। জন্মাষ্টমীর অনুষ্টানে বিভিন্ন  স্থান হতে হাজার হাজার দর্শনার্থীর উপস্থিতি ঘটে।এই সুযোগকে কাজে লাগাতে  ৮/৯ জনের একদল মহিলা চোর যাদের বাড়ী বিবাড়ীয়ার নাছিরনগর উপজেলার ধর্মেন্ড গ্রামের আলী নেওয়াজের স্ত্রী রহিমা বেগম (৪৫) আং মন্নানের স্ত্রী পারভীন আক্তার (৩৬) আলীরাজের স্ত্রী নাহার বেগম (২৫) আলী আহমদের স্ত্রী জাহানারা বেগম (৩০) মারুফ মিয়ার স্ত্রী মিলন বেগম (২৫) ফুরুক আলীর স্ত্রী বিলকিছ বেগম (২৭) জমসেদ আলীর স্ত্রী মাসুমা বেগম (৩৮) গত ২৭  আগষ্ট শনিবার সন্ধ্যা সাত টায় একজন দর্শনার্থীর গলার এক বড়ি ওজনের স্বর্নের চেইন টান দিয়ে নিয়ে পালিয়ে যায়। এ সময় ঐ মেয়ের সাথে থাকা বাকি ৭ জনকে স্হানীয় জনতা আটক করে টহলরত পুলিশের হাতে সোপর্দ করে।এই চক্রটি সনাতন ধর্মীদের বিভিন্ন অনুষ্টানে শাঁখা সিঁদুর পরে সাধারন দর্শনার্থীদের মাঝে মিশে এই অপকর্ম করে থাকে।এর আগেও গত রাস পূর্নিমায় নাসির নগর উপজেলার এই চক্রের ১০ জন মহিলাকে স্বর্নের চেইন চুরি করার সময় স্হানীয় জনতা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছিলো। এবারো যারা ধরা পড়েছে, তাদের মধ্যে আগের কয়জন মহিলাকে চিহ্নিত করা গেছে।
এ বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ বদরুল হাসান সত্যতা নিশ্চিত করে জানান, এই চক্রটি কোন বড় অনুষ্টান হলেই সংঘবদ্ধ হয়ে চুরি করে থাকে।তদন্ত ক্রমে তাদের বিহিত ব্যবস্হা গ্রহন করা হবে।