শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

মিরতিংগা চা বাগানে কমলকুঁড়ি পত্রিকার পাঠক “সুধীজন” গঠন



14141670_625885730923177_6073587397191540218_n

মানিক পাল, মিরতিংগা থেকে :
কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগানে সোমবার (২৯ আাগষ্ট) দুপুরে কমলকুঁড়ি পত্রিকার পাঠক সংগঠন “সুধীজন” গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ এর সভাপতিত্বে  আলোচনা অংশগ্রহণ করেন কমলগঞ্জ অনলাইন প্রেসক্লাব এর সহসভাপতি আব্দুল বাছিত খান, কমলগঞ্জ বার্তা প্রতিনিধি আমিনুল ইসলাম হিমেল। সভায় সর্বসম্মতিক্রমে স্থানীয় ইউপি সদস্য ধনা বাউরীকে আহবায়ক ও মুক্তিযোদ্ধা কুল চন্দ্র তাঁতীতে সদস্য সচিব করেন ২৭ সদস্য বিশিষ্ট সুধীজন আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটি অন্যান্য সদস্যরা হলেন নিরঞ্জন তন্ত্র, রীতা পাইনকা, সুনারাইন কূর্মী, সিরাজুল ইসলাম, নিতাই তাঁতী, বিকাশ তাঁতী, হান্নান মিয়া, মাবুদ আলী, সাতলাল উরাং, মাসুক মিয়া, ইমরান নাজির, নেবুলাল বাউরী, মুহিত মিয়া, মিন্টু বাড়াইক, দিলীপ ঘোষ, কান্তি বাড়াইক, পুরেন বৈধ্য, সিরাজুল ইসলাম (জব্বার), নরেন্দ্র সাওতাল, কার্ত্তিক উরাং, নরোত্তম বর্ধন, প্রেমকুমার পাল, আকাশ বাউরী, নয়ন ঘোষ, ছত্তার মিয়া।