সোমবার, ৬ মে ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

আদমপুরে বর্ণাঢ্য আয়োজনে নকশীকাঁথার বৈশাখী উৎসব ॥ সম্মাননা স্মারকে ভূষিত হলেন গবেষক আহমদ সিরাজ



॥ আদমপুর প্রতিনিধি ॥

Naksheekatha[1]
পহেলা বৈশাখে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর উত্তরভাগে জেলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন “নকশীকাঁথা”র উদ্যোগে শোভাযাত্রা,লোকজ নৃত্য,সংগীতানুষ্ঠান ও গুণীজন সম্মাননার মাধ্যমে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য বৈশাখী উৎসব।

kamalgonjnews17042016_ Naksheekatha_1[1]

সকাল ১০টায় নইনারপার বাজার থেকে সহস্রাধিক নারী পুরুষের অংশগ্রহণে ভেপু বাজিয়ে বৈশাখী শোভাযাত্রার উদ্বোধন করেন কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ ও আদমপুর ইউপি চেয়ারম্যান সাব্বির আহমদ ভূইঁয়া। সন্ধ্যায় নকশীকাঁথা সভাপতি সাংবাদিক শাব্বির এলাহীর সভাপতিত্বে ও সম্পাদক সাদেক হোসেনের সঞ্চালনায় গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, ভাইস-চেয়ারম্যান সিদ্দেক আলী, সদ্য বিদায়ী ইউএনও সফিকুল ইসলাম, মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার(সদর-সার্কেল) মোল্যা মোহাম্মদ শাহীন, কমলগঞ্জের ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার(ভূমি) রফিকুল আলম, আদমপুর ইউপি চেয়ারম্যান সাব্বির আহমদ ভূইঁয়া, সাংবাদিক বিশ্বজিত রায়,এম,এ,ওয়াহিদ রুলু, প্রণীত রঞ্জন দেবনাথ,শাহীন আহমেদ প্রমুখ।এ বছর শ্রেষ্ঠ মা হিসেবে নকশীকাঁথা সম্মাননা স্মারক পেলেন শিক্ষিকা রাবেয়া বেগম রুবী।এছাড়া পশ্চাদপদ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে লেখক-গবেষক ও উন্নয়ন চিন্তক আহমদ সিরাজ,আইন শৃংখলা উন্নয়নে কমলগঞ্জ থানার ওসি বদরুল হাসানসহ সমাজে বিভিন্ন অবদানের জন্য দশজনকে নকশীকাঁথা সম্মাননা স্মারক প্রদান করা হয়।এদিন সারাদিনব্যাপী লোকজ নাচ, গান, সাংস্কৃতিক অনুষ্ঠানে কয়েক হাজার দর্শক উপস্থিত ছিলেন।