রবিবার, ৫ মে ২০২৪ খ্রীষ্টাব্দ | ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

সাতক্ষীরায় আ.লীগের ৪৬, বিদ্রোহী ১০, বিএনপি ৮, জাতীয় পার্টি ১, স্বতন্ত্র ৭, স্থগিত ৬



কমলকুঁড়ি ডেস্ক :
kkk
সাতক্ষীরা জেলার ৭৮টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৪৬ জন, বিএনপির ৮ জন, আওয়ামী লীগের বিদ্রোহী ১০ জন, জাতীয় পার্টির একজন ও ৭ জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। এছাড়া জেলার ১৪টি কেন্দ্র বাতিল ঘোষিত হওয়ায় ছয়টি ইউনিয়নের ফলাফল স্থগিত রয়েছে। একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। মঙ্গলবার রাতে ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করা হয়।

এর মধ্যে সাতক্ষীরার সদর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সাতজন ও বিএনপির তিনজন, আওয়ামী লীগের বিদ্রোহী দুইজন ও একজন স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।  এদের মধ্যে ধুলিহর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মিজানুর রহমান, ঝাউডাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আজমল উদ্দিন, ফিংড়ি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী শামসুর রহমান, বৈকারী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান অসলে, বাশদাহ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মোশারফ হোসেন, ঘোনা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ফজলুর রহমান, বল্লী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বজলুর রহমান, কুশখালী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শফিকুল ইসলাম, আগড়দাড়ি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মজনুর রহমান, ভোমরা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ইসরাইল গাজী, লাবসা ইউনিয়নে বিএনপির প্রার্থী আব্দুল আলিম, শিবপুর ইউনিয়নে বিএনপির প্রার্থী আব্দুল মজিদ, ব্রহ্মরাজপুর ইউনিয়নে বিএনপির প্রার্থী শহীদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।  এছাড়া আলিপুর ইউনিয়নের চারটি কেন্দ্রে ভোট গ্রহণ বাতিল হওয়ায় পুনরায় ভোট গ্রহণের পরে এই ইউনিয়নের ফলাফল চূড়ান্ত হবে।  তালা উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের আটজন, বিএনপির দুইজন, আওয়ামী লীগের একজন বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এদের মধ্যে উপজেলার ধানদিয়া ইউনিয়নে বিএনপির প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর হোসেন, তালা সদর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী জাকির হোসেন, খলিশখালী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মোজাফফর হোসেন, নগরঘাটা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী কামরুজ্জামান লিপু, খেশরা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী রাজীব হোসেন রাজু, সরুলিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মতিয়ার রহমান, জালালপুরে ইউনিয়নে বিএনপির প্রার্থী মফিদুল হক লিটু, ইসলামকাটি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী সুভাষ সেন, তেতুলিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী রফিকুল ইসলাম, মাগুরা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী গনেশ দেবনাথ, খলিলনগরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রাজু নির্বাচিত হয়েছেন। এছাড়া কুমিরা ইউনিয়নের তিনটি কেন্দ্রে ভোট গ্রহণ বাতিল হওয়ায় পুনরায় ভোট গ্রহণের পরে এই ইউনিয়নের ফলাফল চূড়ান্ত হবে।

শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সাতজন, বিএনপির একজন ও তিনজন স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এদের মধ্যে শ্যামনগর সদর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী জহুরুল হায়দার, আটুলিয়ায় ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবু ছালেক, বুড়িগোয়ালিনি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ভবতোষ কুমার মন্ডল, ঈশ্বরীপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী শোকর আলী, গাবুরা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আলি আজম টিটু, রমজাননগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শেখ আল মাসুদ, নুরনগর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বখতিয়ার হোসেন, ভুরুলিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী জাফরুল আলম, পদ্মপুকুর ইউনিয়নে আওয়ামী লীগের আতাউর রহমান, মুন্সীগঞ্জে ইউনিয়নে বিএনপির কাশেম মোড়ল ও কাশিমাড়ি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ নির্বাচিত হয়েছেন।

এছাড়া কৈখালী ইউনিয়নের তিনটি কেন্দ্রে ভোট গ্রহণ বাতিল হওয়ায় পুনরায় ভোট গ্রহণের পরে এই ইউনিয়নের ফলাফল চূড়ান্ত হবে।

আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নয়জন ও আওয়ামী লীগের দুইজন বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এদের মধ্যে বুধহাটা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আ ব ম মোছাদ্দেক, শ্রীউলা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আবু হেনা সাকিল, বড়দল ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল আলীম মোল্যা, কাদাকাটি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী দীপংকর কুমার সরকার, কুল্যা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দেলোয়ার হুসাইন, আনুলিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আলমগীর আলম লিটন, খাজরা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী শাহনেওয়াজ ডালিম, প্রতাপনগর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী জাকির হোসেন, শোভনালী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ম. মোনায়েম হোসেন, দরগাহপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী শেখ মিরাজ আলী, আশাশুনি সদর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী স ম সেলিম রেজা মিলন নির্বাচিত হয়েছেন।

কলারোয়া উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের পাঁচজন, আওয়ামী লীগের বিদ্রোহী তিনজন ও দুইজন স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এদের মধ্যে উপজেলার যুগেখালি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী রবিউল ইসলাম, লাঙ্গলঝাড়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুরুল ইসলাম, জয়নগরে ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী সামসুদ্দিন আল মাসুদ, কেড়াগাছি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আফজাল হোসেন, চন্দনপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মনিরুল ইসলাম মনি, হেলাতলা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন, দেয়াড়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মাহবুবুর রহমান, সোনাবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মনিরুল ইসলাম, জালালাবাদ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শওকত আলী, কয়লা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শেখ ইমরান হোসেন নির্বাচিত হয়েছে।

এছাড়া কুশোডাঙ্গা ও কেরালকাতা ইউনিয়নের পাঁচটি কেন্দ্রে ভোট গ্রহণ বাতিল হওয়ায় পুনরায় ভোট গ্রহণের পরে এই ইউনিয়নের ফলাফল চূড়ান্ত হবে।

কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের আটজন, বিএনপির দুইজন, জাতীয় পার্টির একজন ও একজন স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।  এদের মধ্যে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী গাজী শওকত হোসেন, চাম্পাফুলে আওয়ামী লীগের প্রার্থী মোজাম্মেল হক, কৃষ্ণনগরে জাতীয় পার্টির মোশারফ হোসেন, মৌতলা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী সাইদ মেহেদী, মথুরেশপুরে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান, দক্ষিণ শ্রীপুরে আওয়ামী লীগের প্রার্থী প্রশান্ত কুমার, নলতায় ইউনিয়নে বিএনপির প্রার্থী আজিজুর রহমান পাড়, বিষ্ণুপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী শেখ রিয়াজ উদ্দিন, কুশলিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী শেখ মেহেদী হাসান, রতনপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আশরাফুল হোসেন, ভাড়াশিমলা ইউনিয়নে বিএনপির নুর মোহাম্মদ ও তারালী ইউনিয়নে আওয়ামী লীগের এনামুল হক নির্বাচিত হয়েছেন।

দেবহাটা উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দুইজন ও আওয়ামী লীগের দুইজন বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হয়েছেন।

এদের মধ্যে দেবহাটা সদর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুবকর গাজী, কুলিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইমাদুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মুজিবর রহমান, সখিপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফারুক হোসেন নির্বাচিত হয়েছেন।