বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

মৌলভীবাজারে ইজারাভুক্ত ছড়া থেকে বালু উত্তোলনে ব্যবহৃত যান্ত্রিক মেশিনসমূহ জব্দ করার আদালতের নির্দেশনা



44 copy

কমলকুঁড়ি রিপোর্ট : ২৩.০৩.২০১৬
মৌলভীবাজারের ৬টি উপজেলার ছড়াসমূহ থেকে সিলিকাবালু উত্তোলন বন্ধে ১৯টি বালু মহালকে পরবর্তী ইজারা প্রদানে নিষেধাজ্ঞা ও ইজারাভুক্ত ছড়া থেকে সকল প্রকার ড্রিল, ড্রেজার, বোমা মেশিন এবং বালু উত্তোলনে ব্যবহৃত যান্ত্রিক মেশিনসমূহ অবিলম্বে জব্দ করার জন্য আদালত নির্দেশনা দিয়েছেন। পরিবেশ আইনবিদ সমিতি  (বেলা’র) দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ডিভিশন বেঞ্চ ২১ মার্চ সোমবার এই নির্দেশনা প্রদান করেন।  সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলার অন্তর্গত ৫১টি পাহাড়ি ছড়া সিলিকাবালু সম্পৃক্ত এলাকা হিসেবে ২০১৩ সনের ১৮ জুন তারিখে প্রজ্ঞাপন দ্বারা ঘোষণা করা হয়। এর মধ্যে ১৯টি-কে অযান্ত্রিক পদ্ধতিতে বালু উত্তোলনের জন্য ইজারা প্রদান করা হয়। ইজারা প্রদানের আগে কোন পরিবেশগত প্রভাব নিরূপণ (ইআইএ) করা হয়নি এবং ইজারা গ্রহীতা কোন পরিবেশগত ছাড়পত্র (ইসিসি) দাখিল করেনি। খনি ও খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন ১৯৯২ এর বিধানমতে সিলিকাবালু একটি খনিজ সম্পদ এবং কোন খনিজ সম্পদ উত্তোলন বা আহরণের পূর্বে পরিবেশ সংরক্ষণের বিধি বিধান অনুযায়ী সুনির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করতে হয়। খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ না করে সিলিকাবালু সমৃদ্ধ ওই এলাকাকে ইজারা প্রদান করে। ইজারা গ্রহীতাদের অনিয়ন্ত্রিত ও বেআইনীভাবে বালু উত্তোলনের ফলে মৌলভীবাজার জেলার সদর, রাজনগর, কুলাউড়া, শ্রীমঙ্গল, কমলগঞ্জ ও বড়লেখা সংশ্লিষ্ট এলাকাসমূহের পরিবেশ ও প্রতিবেশ বিপর্যয় ঘটে। এ বিষয়ে বেলা গত ৮ মার্চ জনস্বার্থে রীট পিটিশন (রীট পিটিশন নং ২৯৪৮/২০১৬) দায়ের করে।  শুনানি শেষে সোমবার তারিখে জনাব বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি খায়রুজ্জামান এর সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ১৯টি বালুমহালকে পরিবেশগত প্রভাব নিরূপণ (ইআইএ) ও পরিবেশগত ছাড়পত্র (ইসিসি) ছাড়া পরবর্তী ইজারা প্রদানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রদান করেন। সেইসাথে ইজারাভুক্ত ছড়াসমূহ থেকে সকল প্রকার ড্রিল, ড্রেজার, বোমা মেশিন এবং বালু উত্তোলনে ব্যবহৃত যান্ত্রিক মেশিনসমূহ অবিলম্বে জব্দ করার জন্য আদালত নির্দেশনা দিয়েছেন।  মামলায় বিবাদী করা হয়েছে ভূমি মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ ও বন মন্ত্রণালয় সচিব, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সচিব, পরিবেশ অধিদপ্তর মহাপরিচালক, খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো এর পরিচালক, মৌলভীবাজারজেলা প্রশাসক, মৌলভীবাজার পুলিশ সুপার, পরিবেশ অধিদপ্তর সিলেট পরিচালক ও মৌলভীবাজার সদর, রাজনগর, কুলাউড়া, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, বড়লেখা উপজেলা সমূহের উপজেলা নির্বাহী কর্মকর্তা, সদর এবং ছড়াসমুহ থেকে বালু উত্তোলনের জন্য চুক্তিবদ্ধ ইজারা গ্রহীতাগণকে।