শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

“একুশ তুমি”



এস.কে.দেব

Untitled-1 copy

একুশ তুমি রক্তে অর্জিত বাঙালির চেতনা
হৃদয়ে ধারণ করেছে তোমায়, হাজার বছর পরেও ভুলব না।

এতো শ্রদ্ধা ও ভালবাসার অনুভুতি যে তুমি
নানা রকমের ফুলে ফুলে পূর্ণ বাংলার ভূমি।

তোমাকে পাওয়ার জন্যে রাত জাগা নির্ঘুম চোখ
হাসি ফুটেছে একদার গগন বিদারী আহাজারী বাঙালি মায়ের মুখ।

তুমি বার বার ফিরে আসো  নিরবে
শুধু বাংলায় নয় স্মরণ করছে বিশ্বে গৌরবে।

সালাম, রফিক ও জব্বার আরও যে কত হারিছে প্রাণ
সারা বিশ্বে মাতৃভাষা রুপে স্থান পেয়েছে তোমার নাম।

তুমি করেছো সকল ভেদাভেদ দূর
সমগ্র বিশ্বে আজি গাইছে একই সূর।

তুমি একদিকে উষার নীলাকাশে দৃপ্তময় আভা
অন্যদিকে চন্দ্রালোকে আলোর দিশারী।

রাত্রিতে কত লুকোচুরি ফুল কুড়াতে সুখ
মালায় গেথেঁ গেথেঁ ফুল রঙিন হয়েছে মুখ।

যতদিন রবে বাংলায়  পদ্মা-মেঘনা-যমুনা
কালক্রমে হারাবে না একুশ তোমার চেতনা।

ম্যানেজার
সোনালী ব্যাংক লিঃ, কমলগঞ্জ শাখা।