বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

শমশেরনগরে পুলিশের বিরুদ্ধে সিএনজি-অটোরিক্সা ও মোটর সাইকেল বাণিজ্যের অভিযোগ ॥ অর্ধশতাধিক গাড়ি আটকের পর মাত্র ৬ মামলা



p-3
শমশেরনগর সংবাদদাতা
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ফাঁড়ির পুলিশের বিরুদ্ধে সিএনজি-অটোরিক্সা ও মোটরসাইকেল বাণিজ্যের অভিযোগ উঠেছে। আলীনগরের হালিমা বাজারে অর্ধশতাধিক সিএনজি-অটোরিক্সা ও মোটর সাইকেল আটকের পর মাত্র ৬টি মামলা দেয়া হয়েছে। পুলিশ ফাঁড়িতে ৮টি সিএনজি-অটোরিক্সা ও ভারতীয় এক মোটর সাইকেল আটকের পর ২৭ হাজার টাকা উৎকোচের পর সন্ধ্যায় সবগুলো ছেড়ে দেয়া হয়।
কুলাউড়ার সিএনজি অটোরিক্সা চালক মঈনুল ইসলাম বলেন, শনিবার দুপুরে তাঁর সিলেট ১২-৮৩৫৫ নং গাড়ি শমশেরনগর ফাঁড়িতে পুলিশ আটকিয়ে রাখে। তবে কোন মামলা না দিয়ে ফাঁড়ির এসআই ফরিদ ২ হাজার ৫শত টাকা নিয়ে বিকালে ছেড়ে দিয়েছেন। মৌলভীবাজার থ-১২-৮৫৪৭ নং গাড়ি আটকানোর পর চালক জাবেদ ফাঁড়ির এসআই ফরিদ এর কাছে ২ হাজার টাকা দিয়ে বিকালে ছাড়িয়ে নেন। এভাবে মৌলভীবাজার থ-১১-৬৬৬২ নং গাড়ির চালক রাজু মিয়া, মৌলভীবাজার থ-১১-৬৪১১ এর চালক মিতুন, মৌলভীবাজার থ-১১-৮১০৬ এর মালিক মান্নান, প্রত্যেকে ২ হাজার ৫শত টাকা করে মোট ১৬ হাজার এবং মোটর সাইকেল নং মৌলভীবাজার হ-১১-৬০৩৩ কাগজপত্র বিহনী সাইকেল ১১ হাজার টাকা দিয়ে ছাড়িয়ে নেন বলে জানান। তবে অভিযোগ অস্বীকার করে শমশেরনগর ফাঁড়ির এসআই ফরিদ বলেন, যাদের কাগজপত্র সঠিক ছিল তাদের ছেড়ে দেয়া হয়েছে। আর কাগজপত্র না থাকায় ৬টি মামালা দেয়া হয়েছে।