মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

আজ আমি কিছু বলবো



 

– লিয়াকত খান,  যুক্তরাজ্য প্রবাসী     54

 

আজ আমি কিছু বলবো

মনের না বলা কিছু কথা বলবো

রক্তের ঋণ থেকে বলবো

দেশপ্রেম থেকে বলবো

মানবতাবোধ থেকে বলবো

স্বজন হারার যন্ত্রনা থেকে বলবো

চুয়াল্লিশ বছর ধরে যে কথা বলিনি

সে কথাটাই আজ বলবো

আমি সেইসব মা-বাবার কথা বলবো

যারা দেখেন,

খুনীরা লালগালিছায় উল্লাসে আলিঙ্গনাবদ্ধ

অবাক-বিস্ময়ে হতাশায় তাঁরা হন বাকরুদ্ধ

হৃদয়ের স্পন্দন কলিজার টুকরো

জীবনের সম্বল সন্তানদের হারিয়ে

অব্যক্ত যন্ত্রনা নিয়ে ধুঁকে ধুঁকে

তাঁরাও চলে গেছেন অতৃপ্ত হৃদয়ে

আমি তাদের কথাও বলবো

যে নববধূরা স্বপ্ন দেখে ঘর বেঁধেছিল

মেঘে মেঘে সাঁতার কাটবে

ভেলা ভাসিয়ে যাবে স্বর্গের দোয়ারে

আজীবন শরবতের নহরের মালিকানা নেবে

বুকের রক্ত প্রবাহ বন্ধ হয়ে উঠে

অসহায় নির্বাকে হয়ে যায় স্তব্ধ

স্বামীর রক্তরাঙা পতাকা হাতে

খুনীরা যখন করে দম্ভ

আমি আজ তাদের কথাই বলবো

যে শিশুটি বাবাকে দেখেনি,বাবার অস্তিত্বও অস্পষ্ট

অনাদরে অনাহারে অশিক্ষায়

জীবন তার দিকভ্রষ্ট

অসহায় দৃষ্টিতে শুধু আকাশ পানে তাকায়

বাবার স্মরণ সভায় যখন ‘দমাদম মাস্তক্যালান্দার’ গায়

আমি নিঃসন্কোচে তাদের কথাই বলবো

যে বীরঙ্গনারা সব কিছু হারিয়ে

জাতীকে করেছে ধন্য

তারা আজও অপয়া, অপাংতেয়া অতি নগন্য

না থাক, এসব বলে কি লাভ

কারো কাছে এসব কথা পাগলের প্রলাপ

এসব কথা মুখে নিলে হবে যে লোকসান

জাতপাত সবই যাবে,পড়বে চেতনায় টান

কতজল নদীতে গড়ায়,নদী থেকে সাগরে

সাগর থেকে অতল মহাসাগরে

কত বিচ্ছেদ কত অপমৃত্যু ঘঠে যায়

সৃষ্টির অমোঘ নিয়মে

বড় বিচিত্র এ জগৎসংসার

এ পৃথিবীতে কেই বা কাহার ?