শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

“বকুল”



 

-জ্যোৎস্না খান, (যুক্তরাজ্য প্রবাসী)   12467914_149039442133806_1728205547_n

 

প্রতিটি মানুষের জীবনে কিছু কিছু ঘটনা থাকে। যা তার জীবনে সাথী হয়ে থাকে। কোন কোন ঘটনা আনন্দ দেয়, কোনটা দেয় পীড়া। এসব ঘটনাগুলো মানুষের স্মৃতি পটে সদা জাগ্রত থাকে। এগুলো ভূলা যায় না- ভূল তে চাইলেও না। আজ এমন একটি ঘটনা সকলের সাথে শেয়ার করতে চাই যা পড়ে হয়তো আপনাদের ভালো লাগবে। আজ থেকে প্রায় ৩০ বছর আগের ঘটনা। ইংল্যান্ডের ভিসা হয়ে গেছে কয়েকদিন পর চলে যাব। বাবা যেহেতু ইংল্যান্ডে থাকেন সেই সুবাদে ইংল্যান্ডে যাওয়া। একদিন মাকে বললাম চলোনা ঢাকা শিশু পার্ক ঘুরে আসি। টিভিতে দেখেছি অনেকের মুখে গল্প শুনেছি শিশু পার্ক নাকি খুব সুন্দর জায়গা। ইংল্যান্ড চলে গেলেতো আর দেখা হবে না। মা প্রথমে রাজি না হলেও ছোট ভাইয়ের পীড়া পীড়িতে রাজী হলেন। শিশু পার্কে গেলাম,পার্ক অনেকটা ফাঁকা। দুই এক জন মা তাদের সন্তানদের হাত ধরে সব কিছু দেখাচ্ছেন। বুঝতে পারলাম তারা এখানকার বাসিন্দা। আমরাও ঘুরে ঘুরে দেখতে লাগলাম। এরই মধ্যে কয়েকটা রাইডও চড়া হয়ে গেছে। আমার ভাই ২য় বারের মতো রাইডে উঠিয়ে দিয়ে মা তাকে দূর থেকে খেয়াল রাখছিলেন। আমি তখন শাপলা রাইড দেখতে দেখতে সামনে চলে গেছি। হঠাৎ অনুভব করলাম আমার পিছনে কে যেন টুকা দিল। ভয় পেয়ে গেলাম। কে হতে পারে এই অচেনা শহরে ? মা-ই হবেন ! সাহস করে পিছন ফিরে তাকিয়ে দেখি মা নন। একটি ৭/৮ বছরের মেয়ে,গায়ের রং শ্যামলা। পরনে সাদার উপর নীল ফুলের জামা। ঘাড় পর্য্যন্ত লম্বা চুল, খালি পা। হাতে বকুল ফুলের মালা। আমি মেয়েটির দিকে তাকাতেই সে একটি মালা সামনে এগিয়ে ধরলো। আমি জিজ্ঞাসা করলাম এটা কি আমার কাছে বিক্রি করতে চায়। সে কিছুই বলল না, আমি আবার জিজ্ঞেস করলাম তখনও কোন উত্তর দিল না। আমি একটু অবাক হলাম ভাবলাম মেয়েটা হয়তো কথা বলতে পারেনা। আমি মেয়েটাকে এখানে রেখে মার কাছে দৌড়ে গিয়ে সবকিছু বললাম এবং কিছু টাকা চাইলাম। মা মেয়েটাকে দেখতে চাইলেন। তারপর মাকে নিয়ে এসে দেখলাম মেয়েটা উধাও হয়ে গেছে। চারিদিকে চোখ বোলালাম মেয়েটাকে দেখতে পেলাম না। অনেক খোঁজাখুঁজি করলাম মেয়েটাকে কোথাও খুঁজে পেলাম না। পরে মালাটা ঘরে এনে যত্ন করে রেখে দিলাম। এমনকি ইংল্যান্ডে আসার সময়ও ফেলে আসিনি। আমার বিয়ের পর যখন নূতন বাড়ীতে উঠলাম তখন শোকেইছে একটা চুড়ির আলনা ছিল তার এক পাশে ঝুলিয়ে রেখে দিলাম। অবশ্য মালাটার ফুলগুলি সব শুকিয়ে গিয়েছিল। তারপরও কেন জানি মালাটা ফেলে দিতে ইচ্ছা করতো না। মালাটার দিকে তাকালেই সেই মেয়েটির কথা মনে পড়তো। একদিন দেখলাম আমার ছোট্ট মেয়েটি সেই মালাটি হাতে নিয়ে কার্পেটের উপর বসে টিভি দেখছে। আমি তাকে ধমক দিয়ে বললাম ওটা যেন আর না ধরে, কেন যেন আমার রাগ হলো। আমার মেয়েটি তখন আমার দিকে ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইলো। কিছু দিন পর হঠাৎ দেখি মালাটা উধাও। জানিনা কোথায় কিভাবে হারিয়ে গেল। অনেক খোঁজাখোজির পরও পেলাম না। এ প্রশ্নটা আমার মনে নূতন করে কৌতুহলের জন্ম দিল। এরপর যতবার দেশে যাই ছোট ছোট বাচ্চারা গাড়ির জানালার পাশে যখন ফুল নিয়ে আসে, কিছু ফুল কিনি আবার সেগুলো তাদেরকেই উপহার দেই আর তাদের মাঝে সেই মেয়েটিকে খুঁজে বেড়াই। তখন বাচ্চাগুলো অবাক-বিস্ময়ে আমার দিকে তাকায়, তাদের চাহনিতে রাজ্যের অনেক প্রশ্ন ! জানিনা মেয়েটি আজও বেঁচে আছে কিনা ! বিয়ে হয়েছে কিনা ! ছেলেমেয়ে আছে কিনা ! আমি দেখলে তাকে আর চিনতে পারবো কিনা ! সেকি আজও বিনামূল্যে মানুষকে ফুল উপহার দেয় ? আজ আমি অনেক ভাল চাকুরি করি, অনেক টাকা রোজগার করি, ফুল কিনার জন্য মার কাছ টাকা চাইতে হয়না। কিন্তু আমিতো ঋণী রয়েই গেলাম সেই দিনের সেইছোট্ট মেয়েটির কাছে। জানি না তার নাম কি? কোথায় তার বাড়ী ? তবে আজ ইচ্ছা করছে তাকে কোন এক নামে ডাকি । ‘বকুল’ হ্যাঁ আজ থেকে তুমি আমার বকুল। বকুল তুমি থাকবে আমার হৃদয়ে। যখন তোমার কথা মনে পড়বে তোমাকে নিয়ে কিছু লিখবো, অফুরন্ত ভালবাসা ও বিনম্র শ্রদ্ধার সাথে।