রবিবার, ১ অক্টোবর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

কমলগঞ্জে প্রশিক্ষনপ্রাপ্ত ঈমামদের সম্মেলন অনুষ্ঠিত



কমলগঞ্জ প্রতিনিধি :
কমলগঞ্জ উপজেলা প্রশিক্ষন প্রাপ্ত ঈমাম সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুন বুধবার সকালে ইসলামিক ফাউন্ডেশন কমলগঞ্জ শাখা অফিসে এ সম্মেলন অণুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান।
প্রশিক্ষনপ্রাপ্ত ঈমাম সমিতির সভাপতি মাওলানা মোবাশ্বির আলীর সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন চৌধুরীর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সিদ্দেক আলী, কমলগঞ্জ পৌরসভার কাউন্সিলর আনোয়ার হোসেন। বক্তব্য রাখেন মাওলানা আবুবক্কর সিদ্দিক, আব্দুল আজিজ, সাইদুর রহমান। পরে মাহে রমজানকে স্বাগত জানিয়ে কমলগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন এর উদ্যোগে র‌্যালি অনুষ্ঠিত হয়।