সোমবার, ৬ মে ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

প্রাথমিক শিক্ষা পদক-২০১৭ : কমলগঞ্জের ইউএনও মাহমুদুল হক এবার সিলেট বিভাগের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত



16425796_1371964219556014_5450480451060571307_n
কমলকুঁড়ি রিপোর্ট
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহমুদুল হক প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে অসামান্য অবদান রাখায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৭ এ সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। গত বৃহষ্পতিবার (১৪ সেপ্টেম্বর) সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভাগীয় পর্যায়ে বাছাই কমিটির সিদ্ধান্ত মোতাবেক তিনি ইউএনও পদে সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হন। এর আগে তিনি প্রথমে উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব নির্বাচিত হয়ে এখন সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হন। ইতোপূর্বে কৃষিতে সাফল্যের জন্য সিলেট বিভাগের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছিলেন। এর আগে রাজস্ব আদায়ে বিশেষ অবদানের জন্য মৌলভীবাজার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও, ডিজিটাল উদ্ভাবনী মেলায় কমলগঞ্জ উপজেলা ‘ইনোভেশন টিম’ ও ‘ই-সেবা প্রদানকারী দপ্তর’ হিসেবে পুরস্কার জিতেছে জেলার মধ্যে তথ্য-প্রযুক্তিতে এগিয়ে থাকা ’কমলগঞ্জ’।
সূত্রমতে জানা গেছে, হক ২০১৬ সালের ৫ মে কমলগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা হিসাবে যোগদান করেন মোহাম্মদ মাহমুদুল হক। যোগদানের পর থেকে শিক্ষা, বেকারত্ব দুরীকরণ, বাল্যবিবাহ রোধসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডসহ সর্বক্ষেত্রে কাজ করে যাচ্ছেন এ সুদক্ষ কর্মকর্তা। তিনি একবছর পূ্ের্ব কমলগঞ্জের সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে লাখোকন্ঠে বাল্যবিবাহ মুক্ত কমলগঞ্জ ঘোষনার শপথবাক্য পাঠ করিয়ে ইতিমধ্যে তিনি ব্যাপক সুনাম অর্জন করেন। প্রাথমিক, জুনিয়র, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমলগঞ্জ উপজেলা অভাবনীয় সাফল্য লাভ করেছে ইউএনও মোহাম্মদ মাহমুদুল হকের কল্যাণে। গত সোয়া এক বছরে শিক্ষাক্ষেত্রে কঠোর পরিশ্রম করে কমলগঞ্জ উপজেলায় তিনি ব্যাপক পরিবর্তন এনেছেন। তার উদ্যোগে বিভিন্ন বিদ্যালয়ে ঝরে পড়া রোধ, বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের শতভাগ উপস্থিতি, শিক্ষক প্রশিক্ষণ, প্রতিটি বিদ্যালয়ে শহীদ মিনার তৈরী, দেয়ালিকা প্রকাশ, খেলাধুলা, সংস্কৃতি, মেরামত কাজ, বেঞ্চ সরবরাহ, বাউন্ডারী ওয়াল নির্মাণ, বৃক্ষ রোপন, ফুল বাগান তৈরী ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে তিনি সবার মাঝে জনপ্রিয় হয়ে উঠেছেন। এ উপজেলায় ১৫২ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে “প্রয়াস-কমলগঞ্জ” নামে একটি প্রকল্প হাতে নেন। এ প্রকল্পকে টেকসই করতে শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে আসছেন। তিনি এ সংক্রান্ত ৪টি মনিটরিং রেজিষ্টার খাতা তৈরী করেন। ইউএনও মোহাম্মদ মাহমুদুল হক সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীত হওয়ায় সুশীল সমাজ ও প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা শুভেচ্ছা জানিয়েছেন।
এ ব্যাপারে ইউএনও মোহাম্মদ মাহমুদুল হক তাঁর প্রতিক্রিয়ায় বলেন, শিক্ষার উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু সার্বিক তদারকি ও বাস্তবায়নে ঘাটতির কারণে কাংক্ষিত অর্জন অধরাই থেকে যাচ্ছে। বর্তমান সরকার ঘোষিত ভিশন ২০২১ কিংবা জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে শিক্ষার গুণগত পরিবর্তন অবশ্যম্ভাবী। লক্ষ্যমাত্রা দৃঢ়ভাবে নির্ধারণ করা গেলে অসম্ভবও সম্ভব হতে পারে। ‘প্রয়াস কমলগঞ্জ’ শিক্ষায় অভিষ্ট লক্ষ্য অর্জনের পথে সেরকম একটি কর্মসূচি চালু করেছি এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় ইতিমধ্যে তার সুফল ভোগও শুরু হয়েছে। একটি জাতির জীবনে মানসম্মত শিক্ষা হতে পারে উন্নয়নের অন্যতম সোপান। পৃথিবীর উন্নত দেশগুলোর উন্নয়নের চিত্র সেটির প্রমাণ দিচ্ছে। এ সম্মান আমার একার নয়। পুরো কমলগঞ্জ উপজেলাবাসীর। শিক্ষার মানোন্নয়নে তারা আমাকে সার্বিক সহযোগিতা করছেন বিধায় আমি সিলেট বিভাগের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছি।
উল্লেখ্য যে, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক ২০১৬ সালের ৫ মে কমলগঞ্জ উপজেলায় যোগদান করেই শিক্ষার উন্নয়ন, বেকারত্ব দুরীকরণ, বাল্যবিবাহ রোধসহ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলমক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রশংসিত হয়েছেন এবং ইতিমধ্যেই বিভিন্ন মহলে একজন সফল উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন। প্রাথমিক শিক্ষা বিস্তারে বিশেষ অবদান রাখায় সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটি এবার তার কাজের যথার্থ মূল্যায়ন করেছেন। বিভাগের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ার পর এবার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসারের মুকুট মাথায় পরবেন বলে আশাবাদ ব্যক্ত করেন কমলগঞ্জের শিক্ষক সমাজসহ কমলগঞ্জবাসী।