শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

রক্তদানে উৎসাহ প্রদানে কমলগঞ্জে মণিপুরী রাসলীলা উৎসবে রক্তের গ্রুপ নির্ণয় সচেতনতামূলক কর্মসূচী



কমলকুঁড়ি রিপোর্ট

30
“রক্তদানে বাঁচবে প্রাণ” এই শ্লোগানকে সামনে রেখে মনিপুরী ব্লাড ব্যাংকের উদ্যোগে উৎসাহ প্রদানে এই প্রথমবারের মত মণিপুরী মহারাসলীলা উৎসবে রক্তের গ্রুপ নির্ণয়ে সচেতনতনামূলক কর্মসূচী পালন করা হয়েছে। গত শুক্রবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় কমলগঞ্জের মাধবপুরে মণিপুরী ললিতকলা একডেমী সংলগ্ন  মঞ্চে উন্মুক্ত প্রাঙ্গনে ১৭৬তম মণিপুরী মহারাসলীলা চলাকালে এ কর্মসূচী পালন করা হয়।
একই সাথে রক্তদানে উৎসাহ প্রদানের সাথে সাথে থ্যালাসেমিয়া রোগের সচেতনতা, স্তন ক্যান্সার সচেতনতায় আলোচনা করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. গৌরমনি সিংহ উপস্থিত হয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন মনিপুরী যুব কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি নিখিল কুমার সিংহ। রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীতে কাজ করেন সংগঠনের সদস্য প্রিয়াঙ্কা সিনহা, রাকুল সিংহ, শুভ সিংহ, স্বপন শর্ম্মা, সৌখিন সিংহ, পলাশ আহমেদ,পলাশ সিংহ, হৃদয় সিংহ,শুভ মুখার্জি, সাইদুল ইসলাম চৌধুরী, স্বপন কুমার সিংহ, শিশিল সিনহা ও সৌরভ সিনহা।