বুধবার, ৮ মে ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

শ্রীমঙ্গলে পাহাড় ধ্বসে ৪ চা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু



কমলকুঁড়ি রিপোর্ট

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া চা বাগানে পাহাড়ের সুরঙ্গ থেকে ঘর লেপার জন্য মাটি কুড়তে গিয়ে পাহাড় ধ্বসে ৪ নারী চা শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে জাতীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ মৃত ব্যক্তিদের সৎকার কাজের জন্য তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন।
শুক্রবার (১৯ আগস্ট) দুপুরে লাখাইছড়া চা বাগানে মাটি সংগ্রহ করতে গিয়ে পাহাড় ধ্বসে নারী চা শ্রমিক অরুন মাহালী’র স্ত্রী রাধামনি মাহালী (২৫), রিপন ভৌমিকের স্ত্রী পূর্ণিমা ভৌমিক (২৫), স্বপন ভৌমিকের স্ত্রী হিরা রানী ভৌমিক (৩৫), এবং সুনীল ভৌমিকের স্ত্রী সুকন্তলা ভৌমিক (৪০) আহত হন। সাথে সাথে তাদের
উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক চারজন’কে মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশীদ তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
মর্মান্তিক এই ঘটনায় এলাকা জুড়ে এখন শোকের ছায়া নেমে আসে।
এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন, স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, কালীঘাট ইউপি চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা প্রমুখ।