শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

শ্রীমঙ্গলের ইছামতী ও মাকরিছড়া চা বাগানে হীড বাংলাদেশ কর্তৃক যক্ষ্মা নিয়ন্ত্রণে মেডিক্যাল স্টাফদের সাথে সভা অনুষ্ঠিত



স্টাফ রিপোর্টার, শ্রীমঙ্গল থেকে

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৯নং সাতগাঁও ইউনিয়নের ইছামতি চা বাগানের হাসপাতালে হীড বাংলাদেশের ইউএসএআইডি’স অ্যালায়েন্স ফর কমব্যাটিং টিবি ইন বাংলাদেশ প্রকল্পের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে গত ১৭ আগস্ট ২০২১, মঙ্গলবার সকাল ১১ টায় ” Tea Garden Health Workers Mobilization For TB ” প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

হীড বাংলাদেশ যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির কমিউনিটি ফ্যাসিলিটেটর (CF) সীমা দেবনাথ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার জেলা সুপারভাইজার শাহ মোঃ মহিব্বুল্লাহ, আরও উপস্থিত ছিলেন ইছামতী চা বাগান হাসপাতালের কম্পাউন্ডার, ড্রেসার, মিড ওয়াইফ প্রমুখ।


এদিকে ১৮ আগস্ট ২০২১ ১৮ আগষ্ট ২০২১, বুধবার সকাল ১১ টায় ” Tea Garden Health Workers Mobilization For & referral of Presumptive ” প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের মাকরিছড়া চা বাগানের হীড বাংলাদেশর ইউএসএআইডি’স অ্যালায়েন্স ফর কমব্যাটিং টিবি ইন বাংলাদেশ প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর (CF) Seema Debnath এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাকরিছড়া চা বাগান হাসপাতালের কম্পাউন্ডার, ড্রেসার, মিড ওয়াইফ, প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে যক্ষ্মারোগী শনাক্ত, কফ পরিক্ষা এবং তাদের চিকিৎসার আওতায় নিয়ে আসার জন্য সহযোগিতা প্রদানের ব্যাপারে আলোকপাত করা হয় এবং বাগান কর্তৃপক্ষ সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।