শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জ উন্নয়ন পরিক্রমা



: মতি লাল দেব রায়  :

কমলগঞ্জের একজন সাধারণ নাগরিক হিসাবে সব সময় কমলগঞ্জের উনয়নের স্বার্থে বিভিন্ন সময় বিভিন্ন প্ল্যাটফরমে কথা বলি, কমলগঞ্জে উন্নয়নের লক্ষ্যে জাতীয় পত্রিকায় অনেক লিখা লিখি করি, অনেক নেতৃস্থানীয় ব্যক্তি বর্গের সাথে আলাপ আলোচনা করি, সবাই কমলগঞ্জের উন্নয়নে ভূমিকা রাখার জন্য বিভিন্ন পর্যায়ে অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্চেন বলে জানা যায়। তারপরও কমলগঞ্জ উন্নয়নের কোথায় যেন কিছু কিছ বটলনেক্স আছে বলে আমার কাছে মনে হয়, তা না হলে কমলগঞ্জের সার্বিক যে উন্নয়নের কথা ছিল তা কাঙ্খিত পর্যায়ে হচ্ছে না কেন? যেমন প্রথমেই উল্লেখ করি কমলগঞ্জের যোগাযোগ ব্যবস্থা নিয়ে কমলগঞ্জে বিগত এক দশক ধরে রাস্তা ঘাটের কিছুটা উন্নতি হয়েছে এখন জনসাধারণ বিভিন্ন যান বাহনের মাধ্যমে যাতায়াত করতে পারেন কিন্তু যান বাহনের সঠিক সেবা জনগন পাচ্ছে না এখন ও বাসের উপরে ছাদে যাত্রি উটতে দেখা যায় জীবনের ঝুঁকি নিয়ে, সাধারণ জনগন বিপদজনক ভাবে চলাচল করে গাড়ির মালিক বা চালক দের এই বে আইনি কাজ করা বন্ধ করার জন্য উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন নিয়মিত পদক্ষেপ দেখা যাচ্ছেনা। পুরানা অনেক লাইসেন্স বিহীন গাড়ি এবং লাইসেন্স বিহীন চালক গাড়ি চালাচ্ছেন প্রসাশনের নাকের ডগায়, কারও এদিকে খেয়াল নাই। কমলগঞ্জ এক সময় প্রাকৃতিক সম্পদে ভরপুর ছিল, কমলগঞ্জের বাঁশ দিয়ে কর্ণফুলি ও ছাতক পেপার মিল চলত, কমলগঞ্জের কাট বাংলাদেশের সকল জেলার চাহিদা পুরন করত কিন্তু আজকে অনিয়মিত ব্যবস্থাপনা, ও স্থানীয় কিছু পাচার কারীর কারণে প্রাকৃতিক সম্পদ ধংসের দার প্রান্তে। কমলগঞ্জের ১৩ টি চা বাগান থেকে চা পাতা এক সময় পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি হত, কিন্তু অব্যবস্থাপনা, ছায়াবৃক্ষ নিধন, নুতন চা গাছ না লাগানো এবং শ্রমিক অসন্তোষের কারণে কমলগঞ্জের চা বাগান গুলী একেবারে রুগ্ন চা বাগানে পরিনত হতে যাচ্ছে এবং অদুর ভবিষ্যতে এই রপ্তানি মুখি পন্য উৎপাদন বন্ধ হয়ে সরকারে জন্য এক বুঝা হয়ে দাঁড়াবে , এই দিকে স্থানীয় প্রশাসন এর কাহার ও কোন দৃষ্টি নাই। ভানুগাছ এবং শ্রীমঙ্গলের প্রায় ২০ টি শমিল (করাত কল) গুলোতে অবাদে বিক্রি হচ্ছে চা বাগানের চুরি হওয়া ছায়া বৃক্ষ, লাউয়াছরা বন থেকে চুরি যাওয়া গাছ, সবাই বিষয় গুলী জানেন কিন্তু প্রতিবাদ করছেন না । লাউয়াছরার প্রাকৃতিক বনের প্রভাবে শ্রীমঙ্গল ও কমলগঞ্জে বাংলাদেশের মধ্যে সব চেয়ে শীত অনুভুত হয় এবং সবচেয়ে বেশী বৃষ্টি পাত হয় । কমলগঞ্জের সাধারণ মানুষের জীবন মানের অবস্তার কোন উন্নতি চোখে পড়েনা, ১৯৮০ দশকে গ্রাম গুলার যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে খুব একটা উত্তরন ঘটেছে বলে মনে হয়না । বাড়ীতে বাড়ীতে বিশুদ্ব পানির সরবরাহের কোন ব্যবস্থা আজ পর্যন্ত কোন গ্রামে পরিক্ষামুলক ও শুরু হয় নাই । পৃথিবীর উন্নত দেশে প্রতিটি নাগরিকের বাড়ীতে পানি পৌঁছে দেওয়া হয় অথচ আমাদের দেশের গ্রামের শতকরা একশত মানুষের বাড়ীতে নিরাপদ ও বিশুদ্ব পানি নাই যা আছে একটি মেনু এল নলকূপ যে নলকূপ মেনুএল পদ্বতিতে এবং অবৈজ্ঞানিক ভাবে গ্রামের মানুষের জন্য ইউনিসেফ ও বাংলাদেশ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এর যৌথ পরিচালনায় বসানো হয়েছে, যে পানি একশত ভাগ নিরাপদ নয়, অধিকাংশ নলকূপের পানির বিশুদ্বতা পরীক্ষা না করেই জনসাধারণকে ব্যবহার করতে দেওয়া হয়েছে এমন কি জাতিসংঘের সংস্থ্যা ইউনিসেফের পক্ষ থেকে ও এ ব্যাপারে কোন উদ্যোগ নেওয়া হয় নাই, কমলগঞ্জ উপজেলায়র অধিকাংশ বসানো নলকুপের পানিতে প্রচুর পরিমান আইরন পরিলক্ষিত হয় তা পান করে অনেকের পেটের পীড়ায় ভোগছেন । এখানে উল্লেখযোগ্য যে সাধারণ মানুষ এই নল কুপের পানি পান করছেন কিন্তু এই পানি নলকূপ থেকে নিয়ে যাওয়া এবং রান্না ঘরে সংরক্ষন করার সময় জীবাণু দ্বারা আক্রান্ত হয়, পরিবারের সকল সদস্যদের ব্যবহারর্য্য ডেক ডেকছি প্লেট ইত্যাদি বাড়ীর কোন পুকুর, ডুবা বা বাড়ীর পাশ দিয়ে বয়ে চলা ছোট নদী বা ছরার পানিতে ধুউত করেন যা খুবই অস্বাস্থ্য কর এবং এর ফলে নানা রোগে আক্রান্ত হন যা গ্রামের মানুষের ধারনার মধ্যে নাই। কমলগঞ্জের সাধারণ মানুষের বাড়ীতে অস্বাস্থ্য কর একটি ল্যাট্রিন বাড়ীর সীমানায় বসানো আছে যে ল্যাট্রিনে ৪ টি রিং ও একটি স্লেব বসানো থাকে যাকে ইউনিসেফ মডেল বলা হয়, কিন্তু এই ল্যাট্রিন ব্যেবহার করার পর পরিস্কার করতে পরযাপ্ত পরিমান পানির সরবরাহ নিশ্চিত করতে হয়, কিন্তু বাস্তবে একটি ঘটি বা বদনা নিয়ে গ্রামের মানুষ এই সকল ল্যাট্রিনে যায় এবং পানির সোর্স ল্যাট্রিন থেকে অনেক দূরে হওয়ায় কেউ ব্যেবহাররের জন্য দুইবার বদনা দিয়ে পানি বহন করে ল্যাট্রিন পরিস্কার করার জন্য যাননা বা যাওয়া সম্ভব নয়, তাই এই স্লেব ল্যাট্রিন বসানোর কিছুদিন পর বাড়ীর ব্যেবহারকারি কেউ না কেউ একটি লাটি দিয়ে স্লেবের বাকা অংশটি ভেঙ্গে ফেলেন যাতে ময়লা অল্প পানি ঢালল চলে যায়। তার পর এই ল্যাট্রিন আর স্বাস্থ্য সন্মত থাকেনা । ফলে এই ল্যাট্রিন থেকে বিভিন্ন কৃমির জীবাণু ও অনান্য রোগ জীবাণু মানুষের মধ্যে ছড়ায়। আমাদের দেশে এমন কোন মানুষ পাবেন না যে তাহাঁর পেটে কৃমি নাই তার একমাত্র কারন এই কাচা এবং অস্বাস্থ্যকর ল্যাট্রিন ব্যবস্থা।
বাংলাদেশের গ্রামের শতকরা ৯৯% ছেলে মেয়েরা বিভিন্ন জাতের কৃমি দ্বারা আক্রান্ত হন। ছোট ছোট ছেলে মেয়েরা কৃমিতে আক্রান্ত হলে ঐ ক্রিমিগুলি রেক্টামে অবস্থান করে এবং ছেলে মেয়েরা রেক্টামে চুলকানি অনুভব করে, চুলকাতে চুল কাতে রেক্টামে ক্ষতের সৃষ্টি হয়, বড় হলে রেক্টামের বিভিন্ন রোগে ভোগেন। আপনারা শুনলে অবাক হবেন আমি যখন ২০০৮ সালে আমেরিকায় আসি তখন আমার সাথে আসা এক নিকট আত্মীয়র এক সন্তানের জন্য আমার বাসার কাছের এক ফার্মেসিতে কৃমির ঐ ঔষধটি দিতে বলার পর ফার্মেসির ফার্মাসিস্ট বলেন, আমেরিকাতে কোন ফার্মেসিতে কোন কৃমির ঔষধ এবং ওরস্যালাইন প্যাকেট পাবেন না কারন জানতে
চাইলে তিনি বলেন আমেরিকার মানুষের স্যানিটেশন ও পানি সরবরাহের ব্যবস্থা একশত ভাগ সেনিটাইসড ও বিশুদ্ব তাই এই দেশে কোন মানুষের পেটে ক্রিমি হয় না তাই কৃমির ঔষধ ও এই দেশে নাই। নিউ ইয়র্ক শহরের সরবরাহ কৃত পানি পৃথিবীর মধ্যে সর্ব শ্রেস্ট পানি বলে দাবি করা হয়, প্রতি বছর নিউ ইয়র্কের পানিতে একটি করে নিউট্রিয়েনট প্রবেশ করিয়ে দেওয়া হয় যাহা সাধারণ মানুষের অজান্তেই কর্তৃপক্ষ করে থাকেন কিছু দিন পূর্বে নিউ ইয়র্কের পানিতে দাতের সুরক্ষার জন্য ফ্লরাইড প্রবেশ করানো হয়েছে তার আগে বিভিন্ন ধরনের ভাইটামিন ও প্রবেশ করানো হয়েছে যার জন্য নিউ ইয়র্কের পানিকে পৃথিবীর সর্ব শ্রেষ্ঠ পানি হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে। কমলগঞ্জ হচ্ছে বাংলাদেশের মধ্যে ম্যালেরিয়া আক্রাত এলাকা প্রতি বছর কমলগঞ্জের মানুষ ম্যলেরিয়া রোগে আক্রান্ত হন যার প্রাদুর্ভাব চা বাগান গুলিতে দেখা যায়, মশার দ্বারা এই ম্যালেরিয়া জীবাণু মানুষের দেহে প্রবেশ করে এই রোগে আক্রান্ত হলে পড়ে কুইনাইন ট্যাবলেট খেতে হয়, যদি ও কুইনানাইন খেলে ম্যেলেরিয়া ভাল হয় কিন্ত আমাদের লিবারের স্প্লিন্ত এ কুইনাইন এর কার্যকারিতা ত্রিশ বছর পর্যন্ত জীবিত থাকে। তাই ম্যালেরিয়া মুক্ত কমলগঞ্জ দেখতে হলে মশার উৎপত্তি স্থল, ঝুপ ঝার পানি জমে থাকার ছোট ছোট ডোবা পুকুর থেকে আগাছা ও পরিবেশ পরিস্কার রাখা খুব প্রয়োজন, তাহা ছাড়া পশু পাখী ইত্যাদি থাকার ঘর এবং নিজেদের বাসস্থান পরিস্কার রাখতে হবে , একটি কথা এই খানে বলে রাখি যে আমেরিকার নিউ ইয়র্ক সহ সকল শহরে এবং গ্রামে যেখানে মানুষের বসবাস আছে সেই জনপদে রাস্তা ঘাটে কোন গরু মহিস ঘোড়া ছাগল, ভেড়া বাড়ীতে লালন পালন এবং রাখা নিষেদ। জনপদ থেকে দূরে যেখানে মানস্য বসতি নাই সেখানে গিয়ে জমি কিনে বা লিজ নিয়ে যে কোন নাগরিক ফার্ম তৈরি করে ছাগল, গরু হাস মুরগি, ভেরা ইত্যাদি পালন করে বিক্রি করতে পারবেন। তাই জনপদে মশা মাছি একেবারেই নাই, আমি মশারী ব্যবহার করতে কেউকে দেখি নাই । কোন শহরে
যানজট নাই, পুরানা কোন গাড়ি রাস্তায় দেখা যায়না , সবাই দুই বছরের বেশী গাড়ি ব্যবহার করেনা এই গাড়ি গুলি কেউ কিনে না তাই গাড়ির মালিক অধিকাংশ ক্ষেত্রে গাড়ি গুলা, বিভিন্ন এনজি ও যেমন, সেল্ভেশন আর্মি, আমেরিকান রেড ক্রস সহ অন্যান্য চেরিটেবল সংস্থ্যাকে দান করে থাকেন এই সংস্থা গুলু এই দান ক্রিত গাড়ি গুলাকে সারভিচিং করে নুতন রং করে দক্ষিন আমেরিকা, আফ্রিকা ও এশিয়া মহাদেশে কর্মরত সংস্থাকে দান করে থাকে। কালো ধোয়া এই শহর গুলাতে দেখতে পাওয়া যায় না। তাছাড়া প্রতিটি শহরে কতজন বাসিন্দা আছে সেই বাসিন্দাদের জন্য কয়টি বাস রাস্তায় থাকবে তাহা হিসাব করেই সরকারি সংস্থার বাস পরিচালনা করা হয়।
প্রতিটি ক্ষেত্রেই তাদের উন্নত প্রযুক্তি উন্নত চিন্তা ধারা উন্নত মজবুত ব্যবস্থাপনা চোখে পড়ে, অবাক হবেন শুনলে এই দেশে ট্রেনের যাত্রিরা ট্রেনের ক্রসিং শব্দের সাথে পরিচিত নয় আমরা শিশু কাল থেকে ট্রেন স্টেশন এ ট্রেন দাড়িয়ে থাকলে বলি এই ষ্টেশনে আজকে ক্রসিং হবে অর্থাৎ যে হেতু একটি লাইনের উপর দিয়ে উভয় দিকের ট্রেন চলে, তাই ক্রসিং শব্দের সাথে আমরা খুব পরিচিত কিন্তু এইখানে এসে দেখি ক্রসিং শব্দের কোন ব্যবহার নাই কারন এখানে চার লাইনে চারটি ট্রেন দুইটি ট্রেন একদিক থেকে যাচ্ছে আর অন্য দিক থেকে দুইটি ট্রেন আসছে, প্রতি তিন মিনিট পর পর একটা ট্রেন আসছে এবং একটা যাচ্ছে রেল লাইন এবং ট্রেন স্টেশন এর কাঠামোঃ এত মজবুত তা আমাদের দেশ কোন দিন চিন্তা ও করতে পারবে না। স্বাধীনতার ৫০ বছর পর ও আমরা মাটির উপর ব্রিটিশ সরকার কর্তৃক নির্মিত সিলেট আখাউড়া রেল লাইনের ঝুঁকি পূর্ণ ব্রিজ গুলা নুতন করে নির্মাণ করার জন্য বার বার জাতীয় পত্রিকায় এ সংক্রান্ত খবর আসার পর ও ইহা নির্মাণ হচ্ছে না তা তুলনা করলে আমাদের উন্নয়নের অগ্রগতি সবার চোখে ধরা পরে। কমলগঞ্জের সরকারি হাসপাতালের জন্য নুতন বিল্ডিং তৈরি করা হয়েছে অনেক ডাক্তার নার্স টেকনিশিয়ান, উপজেলা স্বাস্থ্য প্রশাসক সহ সকল যন্ত্র পাতি থাকা অবস্থায় সাধারণ মানুষ সেবা বঞ্চিত, এক্সরে মেশিন আছে কিন্তু অপারেটর নাই, ডাক্তার আছেন তো ঔষধ নাই, এই হচ্ছে হাসপাতালের অবস্থা। আপনারা সকলে অবগত আছেন যে উপজেলা হাসপাতালে যক্ষা রোগী চিকিৎসার জন্য আলাদা একটি টিবি ক্লিনিক আছে যেখানে প্রশিক্ষন প্রাপ্ত একজন যক্ষা রোগ বিশেষজ্ঞ ডাক্তার সপ্তাহে নিদ্রিস্থ দিনে যক্ষা রোগী চিকিৎসার জন্য বসেন। আপনারা জানলে অবাক হবেন যে কমলগঞ্জ উপজেলায় প্রায় ২০০ জনের উপর যক্ষা রোগী আছে তার মধ্যে অনেকে নিয়মিত ঔষধ খান না, তার কারন হয়ত ঔষধ শেষ হয়ে গিয়েছে নয়ত তিনি লকডাউনের কারণে হাসপাতাল থেকে ঔষধ আনতে পারেন নাই, যার ফলে অনিয়মিত চিকিৎসার কারণে ঔষধ প্রতিরোধী যক্ষা রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। ড্রাগ রেজিসটেনট বা ঔষধ প্রতিরোধী রোগীর চিকিৎসা দীর্ঘ সময় লাগে এবং ব্যয়বহুল। (চলবে)