রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

প্রবাসীর প্রিয় মুখ পিনাকীর চির বিদায়



 

মতি লাল দেব রায়

নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশীদের জন প্রিয় সদা হাস্যজ্জল,সদালাপি আপন জন পিনাকি সেন চৌধুরী (স নো) নিউইয়র্ক ইউনিভারসিটি হাসপাতালে ১৮ ই মার্চ রাত্র ১১-৩০ মিনিট এ দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । মৃত্যু কালে তাহাঁর পাশে স্ত্রী ফাল্গুনী সেন চৌধুরী, ছেলে পুরবায়ন সেন চৌধুরী মেয়ে প্রজ্ঞা সেন চৌধুরী,তাহাঁর তিন ভাই যথাক্রমে প্রনব সেন চৌধুরী, কৃষ্ণ সেন চৌধুরী , পল্লব সেন চৌধুরী ও তাদের স্ত্রী রুপশ্রি সেন চৌধুরী, মানসী সেন চৌধুরী কৌশিকি সেন চৌধুরী, এবং ডাঃ পদ্মজা দেব রায়, ডাঃ টুটুল চৌধুরী সহ অন্যান্য আত্মীয় স্বজন করোনা কালীন ঝুঁকি নিয়ে ও তার পাশে উপস্থিত ছিলেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বৎসর।পিনাকীর জন্ম ও বেড়ে ওঠা শ্রীমঙ্গলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং জগন্নাত হলের আবাসিক ছাত্র ছিলেন । পিনাকী একসময়ের কৃতি ও জনপ্রিয় ফুটবলার। শ্রীমঙ্গল বৈকালী, মৌলভীবাজার ওয়ান্ডার্স, বৃহত্তর সিলেট একাদশ এবং ঢাকা লীগের নিয়মিত খেলোয়ার ছিল সে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের সাথে সে জড়িত ছিল। পরিবার ও সমাজের প্রতি তার দায়িত্ব ও কর্তব্য বোধ ছিল অসীম। দেশে এবং আমেরিকায় তার সংস্পর্শে আসা আত্মীয় অনাত্মীয় এমন কোন ব্যাক্তি পাবেন না যাকে সে তাদের প্রয়োজনের সময় সাহায্য সহযোগিতা করে নাই । সে প্রবাসী জীবনে তাহাঁর আত্মীয় স্বজন সহ অনেক বাংলাদেশী পরিবারকে বিভিন্ন সময় তাদের সাহায্য সহযোগিতা করেছে । তাহাঁর এই ও সময়ে চলে যাওয়াকে আমরা কেউ মেনে নিতে পারছিনা, তাহাঁর অনুপস্থিতি আমাদেরকে সারা জীবন তাড়িত করবে । পদে পদে তার অভাব আমরা অনুভব করব । পিনাকি তোমার কাছে আমরা সকলে চীর ঋণী হয়ে রইলাম, তোমার ঋণ আমরা কোন দিন শোধ করতে পারবনা ।তুমি আমাদের সকল কে ঋণী করে দিয়ে আমাদের কে নিউ ইয়র্কে একা রেখে চলে গেলে না ফিরার দেশে ।। তুমি যেখানেই থাক না কেন শান্তিতে থাকো । ভগবান তোমায় স্বর্গ বাসী করবে আমরা সকলে তাই কামনা করি।