শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

সিলেট সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক



সিলেট সংবাদদাতা :
bgb_67669
সিলেট সীমান্তে চোরাচালান বন্ধ ও শান্তি বজায়ের লক্ষ্যে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সীমান্তের নিত্যনৈমিত্তিক বিষয়াবলীর উপর দ্বিপাক্ষিক আলোচনা হয়। এছাড়াও সীমান্ত এলাকায় চোরাচালান দমন ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণে উভয় পক্ষ ঐক্যমত গ্রহণসহ দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
রোববার ১৭ জানুয়ারি দুপুরে ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ জকিগঞ্জ বিওপির বিপরীতে ভারতের অভ্যন্তরে ষ্টীমারঘাট নামক স্থানে ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে আনুষ্ঠানিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি’র পক্ষে পরিচালক শাহ আলম চৌধুরী, বিজিবিএম, পিবিজিএম, অধিনায়ক ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, অতিরিক্ত পরিচালক মোঃ জাহিদুল ইসলাম, জিএসও-২ সিলেট সেক্টর, সহকারী পরিচালক মো. ছাইফুল ইসলাম, বিজিবিএমএস ও ১ জন কোম্পানী কমান্ডার এবং বিএসএফ এর পক্ষে ১৩৩ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট লুকেশ কুমার, ১ জন ষ্টাফ অফিসার ও ২ জন কোম্পানী কমান্ডার উপস্থিত ছিলেন।