সোমবার, ৬ মে ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

শিক্ষাপদকে পরপর চতুর্থবারের মতো শ্রেষ্ঠত্ব অর্জন করলেন সাংবাদিক ইসমাইল মাহমুদ



কমলকুঁড়ি রিপোর্ট

জাতীয় প্রাথমিক শিক্ষাপদকে পরপর চতুর্থবারের মতো উপজেলা পর্যায়ের বাছাই প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করলেন শ্রীমঙ্গল পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, সাংবাদিক ও কলামিস্ট ইসমাইল মাহমুদ। জাতীয় শিক্ষাপদক ২০১৬-এর বাছাই প্রতিযোগিতায় শ্রীমঙ্গল উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হবার পর ২০১৭, ২০১৮ ও সর্বশেষ ২০১৯ সালের বাছাই প্রতিযোগিতায় তিনি উপজেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী ক্যাটাগরিতে উপজেলার শ্রেষ্ঠত্ব লাভ করেন। গত ১১ নভেম্বর বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা পর্যায়ের বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২৭ নভেম্বর বুধবার বিকেলে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল উপজেলা শিক্ষা অফিসার এস এম জাকিরুল হাসান।

ইসমাইল মাহমুদ শ্রীমঙ্গল পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ছাড়াও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি, বর্ডার গার্ড পাবলিক হাইস্কুল ম্যানেজিং কমিটির সদস্য, দীপশিখা প্রি-ক্যাডেট অ্যান্ড হাই স্কুল পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা, দি এক্সপার্ট কিন্ডারগার্টেন স্কুল পরিচালনা কমিটির উপদেষ্টাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তিনি শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি।

ইসমাইল মাহমুদ ছাড়াও জাতীয় প্রাথমিক শিক্ষাপদকে শ্রীমঙ্গল উপজেলা পর্যায়ে অন্যান্য ক্যাটাগরিতে যারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন তাঁরা হলেন-শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার জ্যোতিষ রঞ্জন দাশ, শ্রেষ্ঠ ম্যানেজিং কমিটির সভাপতি ডা. হরিপদ রায় (সভাপতি, ম্যানেজিং কমিটি, দেওয়ান শামসুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়), শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মলয় তালুকদার (প্রধান শিক্ষক, সিংহবীজ সরকারি প্রাথমিক বিদ্যালয়), শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হাসি রানী পাল (প্রধান শিক্ষিকা, গোপেন্দ্রগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়), শ্রেষ্ঠ সহকারী শিক্ষক প্রণবেশ চৌধুরী অন্তু (সহকারী শিক্ষক, চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়), শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা অনিতা দেব (সহকারী শিক্ষিকা, চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়), শ্রেষ্ঠ কাব শিক্ষক রহিমা বেগম (সহকারী শিক্ষক, দেওয়ান শামসুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়), শ্রেষ্ঠ বিদ্যালয় ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ কর্মচারী সুস্মিতা দস্তিদার এবং ঝড়েপড়া রোধে শ্রেষ্ঠ বিদ্যালয় ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।