শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

শমশেরনগরে শাহ ইয়াছিন (রঃ) লোক গবেষণা কেন্দ্র’র আলোচনা সভা ও মুর্শিদী সঙ্গীতের আসর অনুষ্ঠিত



কমলকুঁড়ি রিপোর্ট

  মৌলভীবাজারের কমলগঞ্জে শাহ ইয়াছিন (রঃ) লোক গবেষণা কেন্দ্র এর উদ্যোগে আলোচনা সভা ও মুর্শিদী মরমি সঙ্গীতের আসর অনুষ্ঠিত হয়।
শনিবার (২৪ আগস্ট) রাত ৯টায় শমশেরনগরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছিত সড়কস্থ মিনারা কটেজে এই সভা ও সঙ্গীত আসরে ভারতের ত্রিপুরা রাজ্যের  নারী নেত্রী ও শাহ ইয়াছিন (রঃ) লোক গ্রন্থাগার এর পৃষ্ঠপোষক বিলকিছ জাহান লাকীকে প্রীতি শুভেচ্ছা-সংবর্ধনা প্রদান করা হয়।
শাহ ইয়াছিন স্মৃতি পরিষদের আহবায়ক, শমশেরনগর ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল মছব্বিরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কবি শহীদ সাগ্নিক,ইউসুফ আলী শাই, শামছুল হক মিন্টু, শাহ আলম চৌধুরী, মোজ্জাম্মেল হক, আশিক মিয়া ও ইমরান আলী প্রমুখ।
সভা শেষে মুর্শিদী মরমি সঙ্গীত পরিবেশন করেন লোকশিল্পী ইউসুফ আলী শাই, মানিক পরদেশী, সূরুজ আলী, সুন্দর দেওয়ান, আজিজ খান সায়েম, নজমুল,কছির তালুকদার ও সই করিফুল প্রমুখ।