শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আচরণবিধি সম্পর্কে অবহিতকরণ সভা



কমলকুঁড়ি রিপোর্ট ।।

Pic--E.C

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আগামী ২৮ মে অনুষ্টেয় ৯টি ইউনিয়ন পরিষদে নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আচরণ বিধি সম্পর্কে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) রফিকুল আলমের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান (প্যানেল চেয়ারম্যান-১) পারভীন আক্তার লিলি, ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ বদরুল হাসান। সভায় নির্বাচনী আচরণ মেনে চলার বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন রিটানির্ং অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার গকুল চন্দ্র দেবনাথ, রিটানির্ং অফিসার ও উপজেলা এলজিইডি প্রকৌশলী কিরণ চন্দ্র দেবনাথ, রিটার্নিং অফিসার ও উপজেলা কৃষি কর্মকর্তা মো: শামছুদ্দীন ও রিটানির্ং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ  ফরহাদ হোসেন। অবাদ ও সুষ্ঠ নির্বাচনে প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহন করবে বলে আশাবাদ প্রকাশ করে বক্তারা বলেন, এ জন্য সম্ভাব্য চেয়ারম্যান, সংরক্ষিত নারী আসনের সদস্য প্রার্থী ও সাধারন সদস্য প্রার্থীদের সহযোগিতা কামনা করা হয়। সভায় সম্ভাব্য প্রার্থীরাও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের কাছেও স্বচ্ছতা দাবী করেন।