সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জের পাত্রখোলা চা বাগান সনাতন ধর্মীদের শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ৫দিন ব্যাপী ২৪ প্রহর হরিনাম



 

লিটন গঞ্জু, মাধবপুর থেকে

শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে ২৪ প্রহর ব্যাপী হরিনাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করছে কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগান। আগামী ২৩ আগষ্ট শুক্রবার শুভ জন্মাষ্টমী।

ইতোমধ্যে উক্ত অনুষ্ঠানকে কেন্দ্র করে পাত্র খোলা চা বাগান বাসীর মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। আয়োজক কমিটির সভাপতি নিতাই চাষা, সহ সভপতি বাবুল দাস অভি ও সাধারণ সম্পাদক বিজয় ছত্রী বাপ্পী এর সাথে আলাপ কালে জানা যায় উক্ত মহোৎসব আয়োজনের প্রস্তুতি পুরো দমে এগিয়ে চলেছে। বাগান কর্তৃপক্ষ বাগান ব্যবস্থাপক ও সর্বস্তরের জনসাধারণ উৎসাহ উদ্দীপনায় ও সার্বিক সহযোগিতায় এ পর্যন্ত আয়োজনের প্রায় সকল প্রকার কাজ সুসম্পুন হয়েছে। তারা আরো জানান, অনুষ্ঠানের ব্যাপকতার উপর বিবেচনা করে এবার অনুষ্ঠানের নিরাপত্তার বিষয়ে জোর দেওয়া হয়েছে ইতোমধ্যে বাগান ব্যবস্থাপক  মোঃ শফিকুর রহমান ও ইউনিয়ন চেয়ারম্যান  পুষ্প কুমার কানু এর সহযোগিতায় নিরাপত্তা জোরদার করা ও পুরো অনুষ্ঠানকে সিসি ক্যামেরার আওতায় আনার ব্যাবস্থা গ্রহন করা হচ্ছে। সর্বোপরি কমিটির সাধারণ সম্পাদক সকল সনাতনী ভক্তবৃন্দদের উক্ত আয়োজনের বিশেষ আকর্ষণ ভগবান শ্রীকৃষ্ণের প্রায় একশত (১০০) টি লীলা মূর্তি পরিদর্শন, নাম সংকীর্তন শ্রবণ ও মহাপ্রসাদ গ্রহণের জন্য সর্বস্তরের জনসাধারণের উপস্থিতি কামনা করেন।