শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে গঙ্গা স্নানের মধ্য দিয়ে সম্পন্ন হল চা শ্রমিকদের ১৭ তম কাত্যায়ানী পূজা



কমলকুঁড়ি রিপোর্ট

Pic- Madobpur
মৌলভীবাজারের কমলগঞ্জে চা শ্রমিকদের ১৭ তম কাত্যায়ানী পূজা গঙ্গা স্নানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।এই দিনটি উপলক্ষে উপজেলার মাধবপুর ইউনিয়নের মাধবপুর চা বাগান সনাতনী ভক্তবৃন্দের আয়োজনে কার্তিক মাস ব্রত পালন শেষে (৩ নভেম্বর) রাত থেকে বাগানের বিভিন্ন মন্দিরে নাম কীর্তন শুরু হয় এবং শনিবার ভোর রাত থেকেই হাজার হাজার ভক্তরা গঁঙ্গা স্নান ও পূঁজা আর্চনা করতে হীরামতি ধলাই নদীর তীরে সমবেত হয়। শনিবার (৪রা নভেম্বর) সকালে চা শ্রমিকদের কাত্যায়নী পূঁজা আয়োজক কমিটির আমন্ত্রণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মো.রফিকুর রহমান, অন্যান্য ভাইস চেয়ারম্যান মো. সিদ্দেক আলী,মাধবপুর ইউপি চেয়ারম্যান পুস্প কুমার কানু, মাধবপুর চা বাগানের সহকারী ব্যবস্হাপক আক্তারুজ্জামান, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আসহাবুর ইসলাম শাওন প্রমুখ। সরজমিনে উপস্থিত হয়ে পূঁজা আয়োজক কমিটির সদস্য অত্র চা বাগাণের পঞ্চায়েত কমিটির সভাপতি দেওনারায়ন পাশী, দাদু করি, ইন্দ্রজিৎ কাহার(দাদু) গনেশ নুনিয়া,রাজু করির সাথে আলাপ জানা যায়, ভগবত পুরাণ গ্রন্থের দশম স্কন্দের দ্বাবিংশ অধ্যায়ে কাত্যায়ানী ব্রেেতর উল্লেখ আছে। এই কাহিনী অনুযায়ী, ব্রজের গোপীগণ কৃষ্ণকে পতিরূপে কামনা করে সমগ্র মাঘ মাস জুড়ে এই ব্রত করেন। এই একমাস তাঁরা কেবলমাত্র মশলাবিহীন খিচুড়ি খেতেন এবং সকাল বেলা নদীতে স্নান করে নদীতীরে মাটির কাত্যায়ানী মূর্তি গড়ে চন্দন, দীপ, ফল, পান, নবপত্র, মালা ও ধূপ দিয়ে দেবীর পূজা করা হয়। এরপরই নদীতে স্নান করে ভক্তরা বাড়ী ফিরে যান । মনোমতো স্বামী প্রার্থনায় গত এক মাস ব্যাপী উপবাস করে কাত্যায়ানী ব্রত পালন করা হয়েছে। এই একমাস তাঁকে চন্দন, ধূপ, দীপ ইত্যাদি দিয়ে পূজা করা হয়েছে । আজ ভোর রাত থেকে স্নান করে ভিজা কাপড়ে খোদিত কাত্যায়নীর মূর্তি পূজা করেন হাজার হাজার চা শ্রমিক ভক্তরা পরে উপস্থিত সকল ভক্তবৃন্দের মধ্যে মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।
কমিটির পক্ষ থেকে জানানো হয়, ১৭ বছর যাবত এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরকারী সহযোগিতা পেলে অনুষ্ঠানের আরো ব্যাপকতা বাড়বে।