বৃহস্পতিবার, ২ মে ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ সমাপ্ত



কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:


স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯ সমাপ্ত হয়েছে। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে শনিবার বিকাল সাড়ে ৪ টায় স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এম.পি।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইয়াহহিয়া এর সভাপতিত্বে ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক আনজুমান আরা রুবীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাস, কমলগঞ্জ বিআরডিবি সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, পৌর কাউন্সিলর মো. আনোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডা. মানস কান্তি সিংহ, উপ সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার ডা. মো. শামসুদ্দীন, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ বলেন, ‘স্বাস্থ্য সেবা কারোর দয়া নয়, সাধারণ জনগণের অধিকার এবং এটা শেখ হাসিনার অঙ্গীকার’। তাই যে কোন মূল্যে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।