শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে কীটনাশক যুক্ত দীর্ঘস্থায়ী মশারী বিতরন কার্যক্রম উদ্বোধন




কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে কীটনাশকযুক্ত দীর্ঘস্থায়ী মশারী বিতরন কার্যক্রম উদ্বোধন হয়েছে। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ এর আয়োজনে ও ব্র্যাক ম্যালেরিয়া নির্মুল কর্মসূচীর সহযোগীতায় বৃহস্পতিবার সকাল ১১ টায় আলীনগর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামস্থ ছমেদ মিয়ার বাড়ীতে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন হয়।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার মানস কান্তি সিংহের সভাপতিত্বে ও ব্র্যাক ম্যালেরিয়া নির্মুল কর্মসূচী কমলগঞ্জ উপজেলা শাখার ব্যবস্থাপক শাহানা আক্তার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্র্যাক ম্যালেরিয়া নির্মুল কর্মসূচী মৌলভীবাজার জেলা ব্যবস্থাপক মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক ম্যালেরিয়া নির্মুল কর্মসূচী মৌলভীবাজার জেলা প্রতিনিধি আরিফুর রহমান, ব্র্যাক প্রগতি কর্মসূচীর এলাকা ব্যবস্থাপক আফজাল হোসেন, কমলগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহীন আহমদ, ব্র্যাক ওয়াশ কর্মসূচীর মৌলভীবাজার জেলা ব্যবস্থাপক সুলতানা আক্তার, ব্র্যাক ওয়াশ কর্মসূচীর প্রোগাম অর্গানাইজার আলমগীর হোসেন।
ব্র্যাক ম্যালেরিয়া নির্মুল কর্মসূচী কমলগঞ্জ উপজেলা শাখার ব্যবস্থাপক শাহানা আক্তার জানান, উদ্বোধনের দিন গোবিন্দপুর, উত্তর কানাইদেশী ও বাগিছড়ায় মশারী বিতরন করা হয়। পর্যায়ক্রমে চলতি মাসে চৌদ্দ হাজার আটশত মশারী বিতরন করা হবে।