বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে অন্ধকারে পরীক্ষা



কমলকুঁড়ি রিপোর্ট:

সারা দেশের ন্যায় কমলগঞ্জেও যথারীতি শুরু হয়েছে এবারের এইচএসসি পরীক্ষা।

কমলগঞ্জ ডিগ্রী কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীদের জন্য চূড়ান্ত পরীক্ষার পাশাপাশি চলছে এক ব্যতিক্রমী পরীক্ষা। মেঘলা আকাশ থাকায় পরীক্ষার হলগুলো প্রায় অন্ধকার। পরীক্ষার্থীরা হয়তো আগেবাগেই বুঝে গিয়েছিলো অন্ধকারে দিতে হবে পরীক্ষা। তাইতো পরীক্ষার শুরু থেকেই কেউ মোমবাতি জালিয়ে আবার কেউবা চার্জার লাইট জালিয়ে দিচ্ছে পরীক্ষা।

পরীক্ষা শুরুর ১৫মিনিট পর নির্বাহী ম্যাজিস্ট্রেট সফিকুল ইসলাম হল পরিদর্শনে গিয়ে হলগুলোর এমন অবস্থা দেখে কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা বলেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত পরীক্ষা কেন্দ্রের ২৪টি রুমের মধ্যে ৮টি রুমই ছিলো লাইটবিহীন ঘুটঘুটে অন্ধকার।

বিদ্যুৎ থাকার পরও এধরেনের পরিস্থিতি কেন জানতে চাইলে কমলগঞ্জ ডিগ্রী কলেজ অধ্যক্ষ কামারুজ্জামান বলেন, লাইট দেয়ার ব্যবস্থা নেয়া হচ্ছে। এসময় পাশে থাকা এক শিক্ষক বলে উঠেন বিদ্যুৎ না থাকলে কি হতো, এরকমই তো দিতে হতো।

পরীক্ষা কেন্দ্র থেকে নির্বাহী ম্যজিস্ট্রেট সফিকুল ইসলাম গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার সময় গেটে পৌঁছলে এক অভিভাবক গাড়ির গতি রোধ করে তীব্র প্রতিক্রিয়া দেখান।

তীব্র প্রতিক্রিয়া দেখানো অভিভাবকের সাথে কথা বললে তিনি জানান, তার এক মেয়ে পরীক্ষা দিচ্ছে। বাড়ীতে ভালো প্রস্তুতি নিয়ে আসার পরও যদি পরীক্ষা কেন্দ্র অন্ধকার থাকার ফলে আমার মেয়ের পরীক্ষায় বিঘ্ন ঘটে তাহলে এর দায় কে নেবে।

ক্ষুদ্ধ আরেক অভিভাবক বলেন, ফরম ফিলাপের সময় তো টাকা কম দেইনি। তাহলে এখন কেনো পরীক্ষার্থীদের মোমবাতি কিনে পরীক্ষা দিতে হচ্ছে।

কমলগঞ্জ ডিগ্রী কলেজ কেন্দ্রে বিএএফ শাহীন কলেজ, সুজা মেমোরিয়াল কলেজ ও আব্দুল গফুর মহিলা কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে।