রবিবার, ৫ মে ২০২৪ খ্রীষ্টাব্দ | ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

বিপ্লবী কবি ডা. আবু কায়সার খানের ৮ম মৃত্যু বার্ষিকী পালিত



44721559_2303102926385433_115993614827388928_n
কমলকুঁড়ি রিপোর্ট

কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের মির্জানগরে যথাযথ মর্যাদায় বিপ্লবী কবি ডা. আবু কায়সার খানের ৮ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। বিপ্লবী কবি আবু কায়সার খান স্মৃতি পরিষদ এর উদ্যোগে ১৯ অক্টোবর শুক্রবার সকাল ১০ টায় প্রয়াতের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিপ্লবী কবি আবু কায়সার খান স্মৃতি পরিষদ এর সভাপতি কৃষক নেতা ডা. অবনী শর্ম্মার সভাপতিত্বে ও মৌলভীবাজার ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের নেতা ও সংগীত শিক্ষক অমলেশ শর্ম্মার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এর মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি কবি শহীদ সাগ্নিক। বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাম রাজনৈতিক নেতা আব্দুর রাজ্জাক, রমজান আলী, কবি নিখিল কান্তি গোস্বামী, মৃগেন চক্রবর্তী, হৃষিকেশ পাল। প্রয়াত কবি আবু কায়সার খানের জীবন দর্শন নিয়ে অন্যান্যের মধ্যে আলোচনা করেন ধীরেন্দ্র মল্লিক, প্রয়াতের অনুজ আব্দুল মুগ্নি খান হেলাল, ছেলে ফাকিদ খান। প্রয়াত কবির লেখা কবিতা আবৃত্তি করে শিশু শিল্পী অঙ্কন শর্ম্মা।
কবি ডা. আবু কায়সার খান সা¤্রাজ্যবাদ, সামন্তবাদ ও আমলা পুজি বিরোধী রাজনৈতিক নেতা হিসাবে দীর্ঘদিন শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের অধিকার ও সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমৃত্যু কাজ করে গেছেন।