শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রকৃতি, জীব বৈচিত্র ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপন



কমলকুঁড়ি রিপোর্ট

Kamalgonj Pic Tree Plantation 1
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনের প্রকৃতি, জীব বৈচিত্র ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সাইক্লিষ্টস অব শ্রীমঙ্গলের আয়োজনে দেশীয় ফলজ ও বনজ বৃক্ষ রোপন করে। শুক্রবার (২২ জুন) সকাল ৯টায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতর বন বিশ্রামাগার সংলগ্ন স্থানে সাইক্লিষ্টস অব শ্রীমঙ্গলের উপদেষ্ঠা ডা: বিনেন্দু ভৌমিক বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধনের মাধ্যমে এসব বৃক্ষের চারা রেপান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাইক্লিষ্টস অব শ্রীমঙ্গলের সমন্বয়কারী অলক দাস, সদস্য খোকন তৌনুজাম,লাউয়াছড়া বনবিট কর্মকর্তা মো: আনোয়ার হোসেন, ইকো ট্যুর গাইড রাসেল আলম, কানন বৈদ্য, লাউয়াছড়া গ্রাম সংরক্ষণ দলেল সাধারণ সম্পাদক সাজু মারছিয়াং ও সাইক্লিষ্টস অব শ্রীমঙ্গলের সদস্যবৃন্দ। আর এ কাজের সহযোগিতায় ছিলেন বন্যপ্রাণী সহব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শ্রীমঙ্গল।
বন্যপ্রাণী সহব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ-এর সহকারী বন সংরক্ষক  মো: আনিসুর রহমান সাইক্লিষ্টস অব শ্রীমঙ্গলের আয়োজনে বৃক্ষ রোপনের সত্যতা নিশ্চিত করে বলেন, এটি একটি সামাজিক দায়বদ্ধতার অংশ।