সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

১০ দিন বন্ধ শেষে খুলেছে চাতলাপুর স্থল ও শুল্ক স্টেশন



unnamed-4-4

কমলকুঁড়ি রিপোর্ট

পবিত্র ঈদুল ফিতরের লম্বা ছুটি শেষে খুলেছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শমশেরনগরের চাতলাপুর স্থল ও শুল্ক স্টেশন। এ স্টেশন দিয়ে গত ২৩ জুন থেকে টানা ১০ দিন ভারতের সঙ্গে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিলো। সোমবার (০৩ জুলাই) থেকে আবার এখানে ব্যবসায়িক কার্যক্রম শুরু হয়েছে। সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন এ তথ্য নিশ্চিত করেছে।

কুলাউড়া চাতলাপুর স্থল ও শুল্ক স্টেশনের সিঅ্যান্ডএফ এজেন্ট সাইফুর রহমান ও তাসদিক হোসেন জানান, ঈদুল ফিতর উপলক্ষে গত ২৩ জুন থেকে সরকারি ছুটি শুরু হলেও আমদানি-রফতানির কাজে সহায়তার জন্য স্টেশনে ২জন কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব পালন করেন। দুই দেশের ব্যবসায়ীরা ঈদের ছুটি কাটানোর ব্যাপারে একমত হয়ে ০২ জুলাই পর্যন্ত মোট ১০ দিন পণ্য আমদানি-রফতানি না করার সিদ্ধান্ত নেওয়ায় লম্বা ছুটি উপভোগ শেষে সোমবার খুলেছে।

এদিকে সরকারি ছুটি শুরু হওয়ার আগের দিনও চাতলাপুর স্থল ও শুল্ক স্টেশন দিয়ে বাংলাদেশের বিভিন্ন কোম্পানী’র বিপুলসংখ্যক সিমেন্টের বস্তা ভারতের উত্তর ত্রিপুরা’র কৈলাশহরে পাঠানো হয়। তবে জেলায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতির কারণে সোমবার কোনো পণ্য রফতানি হয়নি।
চাতলাপুর স্থল ও শুল্ক স্টেশনের পরিদর্শক আব্দুস সালাম সত্যতা নিশ্চিত করেন।