শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

পাহাড়ি ঢলের পানিতে কমলগঞ্জে ধলাই নদীর বাঁধ ভেঙ্গে ১টি বাড়ী নদী গর্ভে : ১৪টি পরিবার হুমকির মূখে : ৩টি স্থান ঝুঁকিপূর্ণ



 টানা বৃষ্টিতে ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে কমলগঞ্জে ধলাই নদীর পানি বেড়ে গেছে। নদীর পানি বৃদ্ধি পেয়ে (৬ নভেম্বর )রবিবার সকাল সাড়ে ১০টা থেকে কমলগঞ্জ পৌরসভার ৫নং উত্তর আলেপুর গ্রামের কবরস্থানের পার্শ্বে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ উপরে তাকা মনাই মিয়ার ১ টি বাড়ী নদীর গর্ভে চলে গেছে। এখানকার প্রতিরক্ষা বাঁধ এলাকার পার্শ্বের সমির মিয়া,কাজল মিয়া,তোতা মিয়া,গনি মিয়া,আহম্মদ মিয়া,ছনর মিয়া,জালাল মিয়া,সমছু মিয়া ও আহাছুন বেগমের সহ ১৪টি পরিবার হুমকির মূখে। এছাড়া উপজেলার কুমড়া কাপন ,চৈতর্নগঞ্জ ও করিমপুর এলাকার ৩টি স্থান ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে।  এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকাল সাড়ে ৫টায় ধলাই নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে।
কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ দুপুর ১২টায় ঘটনাস্থল পরিদর্শন করেন ও গৃহহারা মনাই মিয়াকে আর্থিক সহযোগিতা করেন।
এছাড়া বৃষ্টির পানিতে ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নের রোপিত আমন ধানের জমি পানিতে থৈথৈ করছে। কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শামসুদ্দিন আহমেদ বলেন,বৃষ্টির পানিতে এখন ও পর্যন্ত ধানের তেমন ক্ষতি করতে পারেনি তবে ,যে সব জমির ধান পড়ে গেছে সেগুলোর ক্ষতি হবে। আমরা পরিসংখ্যান চালিয়েছি,এখন ক্ষতি পরিমান জানানো যাবেনা।