শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে অগ্নিকান্ডে ১১টি দোকান ঘর ভস্মিভূত ২০ লক্ষাধিক টাকার ক্ষতি



কমলকুঁড়ি রিপোর্ট :

15192686_1566982053328541_3273255889707897253_n-1
কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের গুলেরহাওর বাজারের ভোর রাতে সৃষ্ট অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতিসাধিত হয়েছে। অগ্নিকান্ডে বাজারের ১১টি দোকান ঘরসহ যাবতীয় মালামাল পুড়ে সম্পুর্ণ ভস্মিভূত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ২০ লাখ টাকা বলে মালিকরা জানান। শুক্রবার ভোররাত সাড়ে ৪টায় এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে শুক্রবার বিকালে জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ ও কমলগঞ্জ -শ্রীমঙ্গল এলাকার সাংসদ উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ব্যক্তিগত তহবিল হতে নগদ ১৮ হাজার টাকা প্রদান করেন এবং পাশাপাশি ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে সরকারী বাবে ঢেউটিন দেয়ার প্রতিশ্রুতি দেন। এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ, আওয়ামীলীগ নেতা হারুন অর রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।এর আগে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হক পরিদর্শন করে প্রশাসকের পক্ষ হতে আর্থিক সহযোগীতার আশ্বাস দেন। ক্ষতিগ্রস্থ হলেন শফিক মহালদারের ফার্নিচার দোকান, তারেক কম্পিউটার, মন্তাজের পান দোকান, কাদু সিংহের ভলগানাজিং দোকান, ফজলুর রহমানের মুদী দোকান, নীলু মিয়ার ওয়েল্ডিং দোকান, বাবুল জুয়েলারি, সঞ্জীত-এর দোকান, কমলা মাস্টারের দোকান, ফয়জুল মোল্লা কসমেটিকস দোকান, ও সিকন্দর আলীর চা দোকান ও বুলবুল মিয়ার দোকান সম্পূণরুপে ভস্মিভূত হয়।