বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

রোহিঙ্গাদের ওপর হামলার প্রতিবাদে পতনউষারে মানববন্ধন



মাহিদুল ইসলাম, পতনঊষার :

15218349_1155954941137766_1705934612_n-1

মিয়ানমারে রোহিঙ্গাদের নির্যাতন ও হত্যার প্রতিবাদে পতনউষারে সর্বস্তরের মানুষের বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার ২৫ নবেম্বর দুপুর ২টায় শহীদনগর বাজার পতনউষারে বিশাল মানববন্ধনে হাজারো মানুষ অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যা চলছে। অতিদ্রুত এ চরম নির্যাতন ও গণহত্যা বন্ধ করতে হবে। প্রতিবেশী দেশ হিসেবে আমরা এর তীব্র পতিবাদ জানাচ্ছি। রোহিঙ্গাদেরকে স্থায়ীভাবে বার্মাতে বসবাস করার জন্য জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন। এবং শান্তিতে নোবেল জয়ী মিয়ানমারের অং সান সুচিকে সন্ত্রাসের জননী আখ্যায়িত করে তার নোবেল পদক কেড়ে নেয়ার দাবি জানিয়েছেন।

আব্দুল মুকিত হাসানির পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক আবদুল হান্নান চিনু, সাবেক চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরী , মুফতি মোসাহিদ কাসিমি, অলি আহমদ খান, আব্দুল মোহিত হাসানি, হিফজুর রহমান , বয়তুল হক চৌধুরী প্রমুখ ।