মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

ইউএনও হিসেবে পুরষ্কারপ্রাপ্তি ও কিছু কথা ।। মোহাম্মদ মাহমুদুল হক ।।



4

অনাবাদি জমি চাষাবাদে বিশেষ অবদানের জন্য সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমাকে মনোনীত করায় বিভাগীয় কমিশনার স্যারের প্রতি আমি কৃতজ্ঞ । এটি একই সাথে আনন্দময় অনুভূতি সৃষ্টির পাশাপাশি দায়িত্ববোধ বাড়িয়ে দিয়েছে বহুগুণ । দীর্ঘকাল ধরে সিলেট বিভাগে হাজার হাজার হেক্টর জমি অনাবাদি রয়ে গেছে । অনাবাদি জমি চাষাবাদের আইডিয়াটা সিলেটের বিভাগীয় কমিশনার জনাব মোঃ জামাল উদ্দিন আহমেদ স্যারের ।কমিশনার স্যারের এই একটি উদ্ভাবনী চিন্তা সিলেট বিভাগের খাদ্য উৎপাদনের চিত্রটাই পাল্টে দিয়েছে ।গঠন করা হয়েছে উপজেলা, জেলা ও বিভাগীয় কৃষি উন্নয়ন কোর কমিটি । সিলেটের কৃষি বিভাগ কমিশনার স্যারের এই উদ্যোগ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে । কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নে অনাবাদি জমি চাষাবাদের জন্য পাইলট প্রকল্প গ্রহণ করা হয়েছিল । ফলে একটি ইউনিয়নে খাদ্যশস্যের উৎপাদন বেড়েছে ৩০ শতাংশ।৭৩০ হেক্টর অনাবাদি জমি চাষাবাদের আওতায় আনা সম্ভব হয়েছে।এবার আরো দুটি ইউনিয়ন আদমপুর ও পতনউষারের প্রায় ৬৪৫৪ হেক্টর অনাবদি জমি চাষাবাদের আওতায় আনার পরিকল্পনা নেয়া হয়েছে । কমলগঞ্জ উপজেলা পরিষদ সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ।গত অর্থবছরে ৯টি সেচের পাম্প কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছিল । এবছর কৃষকদের মধ্যে ইতোমধ্যে প্রায় ৫০০ কেজি বিভিন্ন শস্যবীজ বিতরণ করা হয়েছে এবং ৩১টি এলএলপি ( সেচ পাম্প) বিতরণ করার প্রকল্প হাতে নেয়া হয়েছে ( প্রতি ২৫ জন কৃষকের একটি গ্রুপকে একটি পাম্প দেয়া) ।কমলগঞ্জে প্রক্রিয়াটা শুরু করেছিলেন আমার আগের উপজেলা নির্বাহী অফিসার জনাব সফিকুল ইসলাম স্যার । সুতরাং এই কৃতিত্বের দাবীদার তিনিও ।উপজেলা কৃষি অফিসার জনাব সামছুদ্দিন তাঁর টিম নিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন এখনও করছেন ।আমি কৃতজ্ঞতা জানাচ্ছি উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব অধ্যাপক রফিকুর রহমানসহ উপজেলা পরিষদের সকল সদস্যের প্রতি । মৌলভীবাজার জেলার প্রাক্তন জেলা প্রশাসক জনাব মোঃ কামরুল হাসান স্যার এ প্রক্রিয়াকে এগিয়ে নিয়েছেন তাই স্যারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি । আমার অনুজ সহকর্মী সহকারী কমিশনার (ভূমি)জনাব মোঃ রফিকুল আলম পুরো প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত থাকায় তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ।বর্তমান জেলা প্রশাসক জনাব মোঃ তোফায়েল ইসলাম স্যারের অকুণ্ঠ ও অকৃত্রিম সমর্থন এবং দিক নির্দেশনা আমাদের কাজের গতিকে ত্বরান্বিত করে অনেকগুণ, স্যারের প্রতি অসীম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

আমার দৃঢ় বিশ্বাস বিভাগীয় কমিশনার স্যারের এই উদ্ভাবনী আইডিয়া কৃষি প্রধান বাংলাদেশের ফসল উৎপাদনের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে এবং বাংলাদেশ অচিরেই খাদ্যে স্বয়ং সম্পূর্ণ অবস্থা থেকে খাদ্য রপ্তানিকারক দেশে পরিণত হবে ।

ফেসবুক থেকে সংগ্রহ