শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

সড়ক দূর্ঘটনায় নিহত পরিবারের পাশে উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি



কমলকুঁড়ি রিপোর্ট :

14333172_1490316057661808_3694610078826454151_n 14333172_1490316057661808_3694610078826454151_n-1

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রূপসপুর গ্রামে এখন চলছে শোকের মাতম। শনিবার সকালে শোক সন্তপ্ত পরিবারের পাশে যান স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ মো: আব্দুশ শহীদ এমপি।

শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের শশই নামক স্থানে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বরযাত্রী বহন করা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে জেলার কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের রূপসপুর গ্রামের বর আবু সুফিয়ান, তার পরিবারের সদস্য ও স্বজনরা ঢাকার মহাখালীর কনের বাড়িতে যাচ্ছিলেন। পথে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের শশই নামক স্থানে সকাল ৯টার দিকে এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই সাতজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন- বর ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান (২৫), তার বাবা আদিউর রহমান (৬০), চাচা মতিউর রহমান মোর্শেদ (৪২), চাচাতো ভাই আলী হোসেন (১২), একই গ্রামের নিকটাত্মীয় মাওলানা সাইদুর রহমান (৫০), হাজি আবদুল হান্নান (৫৮), মুক্তার চৌধুরী ওরফে মুকিত (৬৫) ও দুরুদ মিয়া (৫৫)।

আজ শনিবার সকালে রূপষপুর গ্রামে যান জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব উপাধ্যক্ষ মো : আব্দুস শহীদ এমপি। এসময় তিনি শোকাহত পরিবারকে ব্যক্তিগত তহবিল থেকে ৫০ হাজার টাকা এবং সরকারীভাবে প্রশাসনের পক্ষ  থেকে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদ, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফদার, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল প্রমুখ।