রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে বিদ্যার দেবী শ্রীশ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত



12742354_1201935299835540_4448255477977039448_nকমলকুঁড়ি রিপোর্ট :

সারা দেশে মণ্ডপে মণ্ডপে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও ব্যক্তিগত ও সার্বজনীন ভাবে বিদ্যার দেবী শ্রীশ্রী সরস্বতী পূজা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত।   শ্রী পঞ্চমী তিথিতে শনিবার সকাল থেকেই  পূজারীরা ভিড় করতে শুরু করেন। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অগণিত ভক্ত। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে প্রণতি জানান তাঁরা।
12734213_1201935586502178_6100188645205171407_nমৌলভীবাজারের কমলগঞ্জে বিভিন্ন স্থানে এ পূজা অনুষ্ঠিত হয়। সনাতন ধর্মাবলম্বীদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। সরস্বতী পূজা উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করা হয়। এর মধ্যে রয়েছে প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি, আলোকসজ্জা প্রভৃতি।
পূজা উপলক্ষে কমলগঞ্জে বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, পৌর মেয়র মো: জুয়েল আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী,  রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুলসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।