শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

খোলা কলাম: মিরতিংগা চা- বাগানে স্থায়ি শ্রমিক নিয়োগ সঠিক ভাবে করতে ডি জি এম বরাবরে স্বারক



৫ সেপ্টেম্বর সোমবার কমলগঞ্জের মিরতিংগা চা- বাগানে শ্রমিকদের দাবির কারনে গতবারের ন্যায় এবারে কিছু অস্থায়ী শ্রমিককে স্থায়ি ভাবে নিয়োগের পরিকল্পনা রয়েছে কোম্পানির। তবে এই নিয়োগ যাতে সঠিক ভাবে হয় অথাৎ যারা পাওয়ার যোগ্যতা রাখে। দীর্ঘদিন কোম্পানিতে সততা ও নিষ্ঠার সহিত কাজ করছে এবং অতিতে কখনো বাগান বিরোধী কাজের সাথে লিপ্ত ছিলেন না। এমন শ্রমিকদের নিয়োগের দাবি জানিয়ে দেউন্দি টি কো : লি : এর ডি জি এম বরাবরে স্বারক দিয়েছেন মিরতিংগা চা- বাগানের মাইমুরব্বী, সচেতন চা- শ্রমিক এবং ছাত্র ও যুবক বৃন্দ। নাম প্রকাশে অনিচ্ছুক বাগানের একজন সরদার বলেন যে গত বারের নিয়োগে এমন কিছু লোক নিয়োগ করা হয়েছে যারা কোন দিন নম্বরে কাজ করা ত দুরের কথা উকি মারতে যাই নায়। আর যারা সারা জীবন বাগানে আউটে ( অস্থায়ি কাজ) কাজ করে আসছে তারা নামের কাজ ( স্থায়ী কাজ) পাচ্ছে না। এলাকা বাসি আশাবাদি যে কতৃপক্খ যারা বাগানে দীর্ঘদিন অস্থায়ি ভাবে কাজ করে আসছে এমন গরিব অসহায় শ্রমিকদের নির্বাচন করবেন।

(প্রেরিত লেখা হুবু প্রকাশ করা হল)