শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

সেলফি তুলতে গিয়ে লাউয়াছড়া জাতীয় উদ্যানে ট্রেনের নীচে পড়ে প্রাণ গেল এক পর্যটকের



কমলকুঁড়ি রিপোর্ট :

 9k=(1)

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সেলফি তুলতে গিয়ে দক্ষিন এশিয়ার সর্ববৃহৎ রেইন ফরেষ্ট লাউয়াছড়া জাতীয় উদ্যানে ট্রেনের নীচে পড়ে প্রাণ গেল এক অজ্ঞাত পরিচয়ের পর্যটকের।ঘটনাটি ঘটেছে ১২ই জুলাই উপজেলার লাউয়াছড়া বনবিটের রেল ক্রসিং নামক এলাকার মধ্যে।স্হানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঘুরতে আসা এক অজ্ঞাত পরিচয়ের পর্যটক রেল নাইনে দাড়িয়ে সেলফি তুলছিলেন,এসময় চিটাগাং থেকে ছেড়ে আসা আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস তাকে পেছন দিক থেকে ধাক্কা দিলে তার মৃত্যু ঘটে।মৃত অপরিচিত পর্যটকের পরিচয় পাওয়া যায়নি।

এব্যপারে বন্যপ্রাণী বনবিট কর্মকর্তা রেজাউল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেলক্রসিং টি অরক্ষিত অবস্হায় থাকায় বিভিন্ন সময় দূর্ঘটনায় পতিত হচ্ছেন পর্যটন এলাকায় ঘুরতে আসা পর্যটকগন,এই রেল ক্রসিং বর্তমানে একটি মৃত্যু কোপে পরিনিত হয়েছে।এখানে যতক্ষন পর্যন্ত গেইটম্যান সহ রেলগেইট নির্মান না করা হবে, ততক্ষন পর্যন্ত এই দূর্ঘটনা এড়ানো সম্ভব নয়।কারণ দু’দিকেই টার্নিং হওয়ায় দুর থেকে ট্রেন লক্ষ্য করা যায় না,আবার দেখা যায় ট্রেন কাছে আসতে দেখেও অনেক উৎচ্ছুক পর্যটকরা ট্রেন কে পিছনে রেখে ছবি তুলতে গিয়েই এই দূর্ঘটনার শিকার হচ্ছেন।